জাতীয় সংসদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বিল পাশ হওয়ায় শাহজাদপুরের সর্বস্তরের জনতার মধ্যে এখন আনন্দের বন্যা বইছে। এই বিলটি পাশ হওয়ায় শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইনি প্রক্রিয়া সম্পন্ন হলো। গত রোববার রাত ৯:১৮ মিনিটে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিলটি উথ্থাপন করেন। সকল সংসদ সদস্য টেবিল চাপরিয়ে বিলটি সমর্থন করেন। ফলে স্পিকার ড. সিরিন সারমিন চৌধুরী এ বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে বলে ঘোষণা দেন। এ খবর শাহজাদপুরে ছড়িয়ে পড়ার সাথে সাথে সর্বস্তরের জনতা রাস্তায় নেমে এসে উল্লাস প্রকাশ করেন। রাতেই শহরে তারা আনন্দ র্যালি বের করে বিভিন্ন সড়ক ও মোাড় প্রদক্ষিণ করে উল্লাস প্রকাশ করে। আজ সোমবার এ আনন্দর অংশ হিসেবে রংধনু কিন্ডার গার্টেন এন্ড মডেল হাই স্কুল ও ফকরুল ম্যামোরিয়াল কিন্ডার গার্টেন স্কুল শাহজাদপুরের রাজপথে পৃথকভাবে দুটি বর্ণাঢ্য আনন্দ র্যালি ও শোভাযাত্রা বের করে। জাতীয় সংসদে এ বিলটি পাশ হওয়ায় এলাকাবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ আনন্দে সামিল হয়েছেন শহরের সাধারণ পথচারী, দোকানদার, রিক্সাওয়ালা ও সকল শ্রেণির মানুষ। তারা একে অপরকে এই আনন্দের সংবাদটি দিয়ে উল্লাস প্রকাশ করছেন। অনেকে আবার মোবাইলে ক্ষুদেবার্তা ও ফেসবুকে স্টাসাস দিয়ে আনন্দ প্রকাশ করছেন। জানা গেছে, আগামী সেশন থেকেই এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যেই শিক্ষা বিষয়ক মঞ্জুরি কমিশন ভিসি নিয়োগসহ অন্যান্য প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে।