শাহজাদপুরে আটক কারেন্ট, বাদাই, মশুরি জালে আগুন

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ আজ বুধবার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট, বাদাই, মশুরি জাল আটক করা হয়েছে। সকালে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলা মৎস অফিসার(ভারঃ) জাহাঙ্গীর হোসেন উপজেলার পোতাজিয়া ইউনিয়নের আঙ্গারু,বাড়াবিল,বৃ-আঙ্গারু, রেশমবাড়ীসহ পার্শ্ববর্তী এলাকা থেকে প্রায় কয়েক লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল আটক করে। দুপুরে মওলানা সাইফ উদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ চত্ত্বরে উপস্থিত জনতার সন্মুখে উদ্ধারকৃত ওই বিপুল পরিমান নিষিদ্ধ জাল আগুনে পুরিয়ে ফেলা হয়। শাহজাদপুরে পোনা ও ডিমওয়ালা মাছ নিধন বন্ধ করতে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুজ্জামান জানিয়েছেন।

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ আজ বুধবার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট, বাদাই, মশুরি জাল আটক করা হয়েছে। সকালে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলা মৎস অফিসার(ভারঃ) জাহাঙ্গীর হোসেন উপজেলার পোতাজিয়া ইউনিয়নের আঙ্গারু,বাড়াবিল,বৃ-আঙ্গারু, রেশমবাড়ীসহ পার্শ্ববর্তী এলাকা থেকে প্রায় কয়েক লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল আটক করে। দুপুরে মওলানা সাইফ উদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ চত্ত্বরে উপস্থিত জনতার সন্মুখে উদ্ধারকৃত ওই বিপুল পরিমান নিষিদ্ধ জাল আগুনে পুরিয়ে ফেলা হয়। শাহজাদপুরে পোনা ও ডিমওয়ালা মাছ নিধন বন্ধ করতে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুজ্জামান জানিয়েছেন।