এনায়েতপুরে বেদে পল্লীতে খাচায় বন্দি ৮ পাখি এখন মুক্ত

মুক্ত পাখি খাঁচায় পুরলেই হয়ে যায় পোষা। প্রকাশ্যেই চলছিল পাখি শিকার। সিরাজগঞ্জের এনায়েতপুর থানার কেজির মোড়ে বেদেপল্লীর অস্থায়ী ক্যাম্পের বেশ কয়েকজন সদস্য পাখি শিকার করছে শুক্রবার বিকেলে এমন খবর পেয়ে স্থানীয় পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের উদ্ধারকারী দল অভিযান চালিয়ে খাঁচায় বন্দী দেশি প্রজাতির ৮ টি পাখি উদ্ধার করে জনন্মুখে মুক্ত আকাশে ছেড়ে দেয়। এসময় তারা পাখি শিকারীদের সরমঞ্জাম নষ্ট করে ফেলে এবং নিষিদ্ধ কাজ না করার অঙ্গিকার করানো হয়।


দি বার্ড সেফটি হাউজের সভাপতি মামুন বিশ্বাস বলেন, যমুনা নদী বেষ্টিত এ এলাকায় বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় পাখিদের বিচরণ ভূমি কমে গেছে। এই সুযোগ নিয়ে পাখি শিকার করছে বেদে পল্লীর সদস্যরা। তাদের পাখি শিকারে নিষেধ করা হয়েছে। পাখি শিকার ও বিক্রী বন্ধে আমাদের উদ্ধারকারী দল তৎপর রয়েছে।

মুক্ত পাখি খাঁচায় পুরলেই হয়ে যায় পোষা। প্রকাশ্যেই চলছিল পাখি শিকার। সিরাজগঞ্জের এনায়েতপুর থানার কেজির মোড়ে বেদেপল্লীর অস্থায়ী ক্যাম্পের বেশ কয়েকজন সদস্য পাখি শিকার করছে শুক্রবার বিকেলে এমন খবর পেয়ে স্থানীয় পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের উদ্ধারকারী দল অভিযান চালিয়ে খাঁচায় বন্দী দেশি প্রজাতির ৮ টি পাখি উদ্ধার করে জনন্মুখে মুক্ত আকাশে ছেড়ে দেয়। এসময় তারা পাখি শিকারীদের সরমঞ্জাম নষ্ট করে ফেলে এবং নিষিদ্ধ কাজ না করার অঙ্গিকার করানো হয়।

দি বার্ড সেফটি হাউজের সভাপতি মামুন বিশ্বাস বলেন, যমুনা নদী বেষ্টিত এ এলাকায় বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় পাখিদের বিচরণ ভূমি কমে গেছে। এই সুযোগ নিয়ে পাখি শিকার করছে বেদে পল্লীর সদস্যরা। তাদের পাখি শিকারে নিষেধ করা হয়েছে। পাখি শিকার ও বিক্রী বন্ধে আমাদের উদ্ধারকারী দল তৎপর রয়েছে।