[caption id="attachment_6357" align="aligncenter" width="453"]
শাহজাদপুর সংবাদ ডটকম অনলাইন পত্রিকাটি দুই বছরে পদার্পন করলো। দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে পত্রিকার পাঠক ও সুভাকাংখীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। নতুন প্রজন্মের চেতনা পরিবর্তনের অঙ্গিকার নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল। পরনির্ভর না হয়ে সীমিত সামর্থ নিয়ে আমরা এগিয়ে চলছি। আমাদের পথ চলা অব্যাহত থাকবে। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে জাগ্রত করার অভিপ্রায় আমাদের রয়েছে। সামাজিক, সাংস্কৃতি ও অর্থনৈতিক সামঞ্জস্য রক্ষায় এবং জনস্বচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। সত্য বলতে হবে, সত্য লিখতে হবে। ধর্ম নিয়ে অধর্মের সকল কর্মকান্ড বন্ধ করার কাজে আমরা আছি থাকবো। রাজনীতিহীনতাই সন্ত্রাস/জঙ্গিবাদ উত্থানের কারন বলে আমরা মনে করি। আমরা সন্ত্রাস ও জঙ্গি বাদের বিরুদ্ধে। আমরা দেশের, সারা বিশ্বের শান্তিকামী মানুষের সাথে আছি থাকবো। মানবজাতির শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের কলম সৈনিকদের সংগ্রাম অব্যাহত থাকবে। জয় হোক সকল মানব সন্তানের, জয় হোক সকল জীব ও প্রাণের। জয় হোক বাঙগালি জাতির। জয়বাংলা।
প্রধান সম্পাদক- শাহজাদুর সংবাদ ডটকম
