শাহজাদপুর প্রতিনিধিঃ শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জৈষ্ঠ্য পুত্র তারেক রহমানের নামে মিথ্যা মামলা দায়ের ও ঘোষিত রায়ের বিরুদ্ধে শাহজাদপুর উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে রোববার সকালে পৌরসদরে বিক্ষোভ মিছিল বের হয়।উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা ছাত্রদল নেতা, শাহজাদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস হুমায়ুন কবির স্বরণ, ছাত্রদল নেতা আব্দুল বাতেন, হুমায়ুন কবির খাঁন রিপন, আরাফাত আলী রবিউল, নাজিম, মিজানুর রহমান মিজান, লেলিনসহ ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ। বিক্ষোভ মিছিলটি শাহজাদপুর উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানেই এসে শেষ হয়। পরে, সেখানে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন,‘ আওয়ামী লীগ দেশ থেকে বিএনপি’র নাম নিশানা নিশ্চিহ্ন করতে চায়। ওই চক্রান্তেরই নীল নকশা বাস্তবায়ন করতে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ও পরিকল্পিতভাবে যে রায় ঘোষিত হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ওই রায় প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের মধ্য দিয়ে তা আদায় করতে আওয়ামী লীগকে বাধ্য করা হবে।’