শাহজাদপুরে বেলতৈল ইউনিয়নের বানভাসীদের মধ্যে ত্রাণ বিরতণ করলেন স্থানীয় এমপি স্বপন

[slideshow_deploy id='6391']


শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ আজ মঙ্গলবার সকাল ৮টায় শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের অসংখ্য হতদরিদ্র , অসহায়, বানভাসী দুস্থ জনমানুষের মধ্যে ত্রাণ বিরতণ করলেন সিরাজগঞ্জ-০৬(শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ও সাবেক শিল্প-উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বেততৈল ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ফেরদৌস হোসেন ফুল, সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার সম্পাদক ও শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, শাহজাদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, ছাত্রনেতা আশিকুল হক দিনার, সাহানশাহ, বিদ্যুৎ প্রমূখ। এমপি হাসিবুর রহমান স্বপন এ সময় বলেন,‘বন্যা কবলিত শাহজাদপুর উপজেলার ক্ষতিগ্রস্থ জনমানুষের মাঝে পর্যায়ক্রমে ত্রাণ বিরতণ করা হচ্ছে। শাহজাদপুরের বানভাসী মানুষ যেন বন্যায় কষ্ট না করে সেজন্য সকল ইউনিয়নের বন্যা দুর্গতদের সাধ্যমতো ত্রাণ ও অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে।’ এদিকে, বানভাসী দুস্থ অসংখ্য জনমানুষ হাতে ত্রাণসামগ্রী পেয়ে সন্তোষ প্

[slideshow_deploy id='6391']

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ আজ মঙ্গলবার সকাল ৮টায় শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের অসংখ্য হতদরিদ্র , অসহায়, বানভাসী দুস্থ জনমানুষের মধ্যে ত্রাণ বিরতণ করলেন সিরাজগঞ্জ-০৬(শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ও সাবেক শিল্প-উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বেততৈল ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ফেরদৌস হোসেন ফুল, সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার সম্পাদক ও শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, শাহজাদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, ছাত্রনেতা আশিকুল হক দিনার, সাহানশাহ, বিদ্যুৎ প্রমূখ। এমপি হাসিবুর রহমান স্বপন এ সময় বলেন,‘বন্যা কবলিত শাহজাদপুর উপজেলার ক্ষতিগ্রস্থ জনমানুষের মাঝে পর্যায়ক্রমে ত্রাণ বিরতণ করা হচ্ছে। শাহজাদপুরের বানভাসী মানুষ যেন বন্যায় কষ্ট না করে সেজন্য সকল ইউনিয়নের বন্যা দুর্গতদের সাধ্যমতো ত্রাণ ও অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে।’ এদিকে, বানভাসী দুস্থ অসংখ্য জনমানুষ হাতে ত্রাণসামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেন।