ফেসবুক গ্রুপ ”আমাদের সিরাজগঞ্জ” এর উদ্যোগে এাণ বিতরণ

মো;মামুন বিশ্বাস,যমুনার চর থেকে : সিরাজগঞ্জ জেলার বন্যায় কবলিত যমুনা চরে পানি বন্দি পরিবারের মাঝে এাণ সামগ্রী বিতরন করেন সিরাজগঞ্জ জেলার সবচেয়ে বড় ফেসবুক গ্রুপ ”আমাদের সিরাজগঞ্জ”। আজ শনিবার সকাল ১১ টায় জেলার যমুনাচরে অসংখ্য হতদরিদ্র , অসহায়, বানভাসী দুস্থ জনমানুষের মধ্যে ত্রাণ বিরতণ করলেন ফেসবুক গ্রুপ ”আমাদের সিরাজগঞ্জ” । গ্রুপের সকল এডমিন ও সদস্যরা নৌকা যোগে এই এাণ সামগ্রী গুলো দিতে যমুনার চরে যান । লক্ষাধিক টাকার তিন শত পরিবারকে এই এাণ দেওয়া হয় ।এসময় এডমিনরা বলেন,সিরাজগঞ্জ বন্যায়,পানি বন্দি মানুষ রক্ষাতে আমাদের মত সবাইকে এগিয়ে আসতে হবে ।ক্ষতিগ্রস্থ জনমানুষের মাঝে পর্যায়ক্রমে ত্রাণ বিরতণ করা হবে।বন্যাকবলিত মানুষদের যেন কষ্ট না হয় সেজন্য সাধ্যমতো ত্রাণ ও অর্থ সহায়তা প্রদান করা হবে ”আমাদের সিরাজগঞ্জ” গ্রুপ থেকে ।

মো;মামুন বিশ্বাস,যমুনার চর থেকে : সিরাজগঞ্জ জেলার বন্যায় কবলিত যমুনা চরে পানি বন্দি পরিবারের মাঝে এাণ সামগ্রী বিতরন করেন সিরাজগঞ্জ জেলার সবচেয়ে বড় ফেসবুক গ্রুপ ”আমাদের সিরাজগঞ্জ”। আজ শনিবার সকাল ১১ টায় জেলার যমুনাচরে অসংখ্য হতদরিদ্র , অসহায়, বানভাসী দুস্থ জনমানুষের মধ্যে ত্রাণ বিরতণ করলেন ফেসবুক গ্রুপ ”আমাদের সিরাজগঞ্জ” । গ্রুপের সকল এডমিন ও সদস্যরা নৌকা যোগে এই এাণ সামগ্রী গুলো দিতে যমুনার চরে যান । লক্ষাধিক টাকার তিন শত পরিবারকে এই এাণ দেওয়া হয় ।এসময় এডমিনরা বলেন,সিরাজগঞ্জ বন্যায়,পানি বন্দি মানুষ রক্ষাতে আমাদের মত সবাইকে এগিয়ে আসতে হবে ।ক্ষতিগ্রস্থ জনমানুষের মাঝে পর্যায়ক্রমে ত্রাণ বিরতণ করা হবে।বন্যাকবলিত মানুষদের যেন কষ্ট না হয় সেজন্য সাধ্যমতো ত্রাণ ও অর্থ সহায়তা প্রদান করা হবে ”আমাদের সিরাজগঞ্জ” গ্রুপ থেকে ।