শাহজাদপুর সংবাদদাতা: কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব রিজভী আহমেদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আদালতে হাজিরা দিতে গেলে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করার প্রতিবাদে আজ বুধবার দুপুরে শাহজাদপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ তাৎক্ষণিক এক বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি শাহজাদপুর পৌরসদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বিএনপি দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুল হক সাব্বিরসহ উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও যুগ্ম-মহাসচিব রিজভী আহমেদসহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবী জানান।
শাহজাদপুর সংবাদদাতা: কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব রিজভী আহমেদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আদালতে হাজিরা দিতে গেলে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করার প্রতিবাদে আজ বুধবার দুপুরে শাহজাদপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ তাৎক্ষণিক এক বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি শাহজাদপুর পৌরসদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বিএনপি দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুল হক সাব্বিরসহ উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও যুগ্ম-মহাসচিব রিজভী আহমেদসহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবী জানান।