ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা

শাহজদাপুর প্রতিনিধি : শাহজাদপুর উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে উপজেলার পৌরসদরের বাগাতি পাড়া ও  বেলতৈল, খুকনী, জালালপুর এই তিনটি  ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অর্থ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: শামীম আহমেদ।


এ সময় সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, বেলতৈল ইউপি চেয়ারম্যান ফেরদৌস হোসেন ফুল,  খুকনী ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁন, জালালপুর ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।


ইউএনও মো: শামীম আহমেদ শাহজাদপুর সংবাদ ডটকমকে জানান, রোববার ৪০ সেকেন্ডের ঝড়ে পৌর এলাকাসহ উপজেলার তিনটি ইউনিয়নের দুই শতাধিক বাড়িঘর ও গাছপালা বিধ্বস্ত হয়। এসব অঞ্চলের ক্ষতিগ্রস্তদের মধ্যে দেড় লাখ টাকা বিতরণ করা হবে।

শাহজদাপুর প্রতিনিধি : শাহজাদপুর উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে উপজেলার পৌরসদরের বাগাতি পাড়া ও  বেলতৈল, খুকনী, জালালপুর এই তিনটি  ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অর্থ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: শামীম আহমেদ।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, বেলতৈল ইউপি চেয়ারম্যান ফেরদৌস হোসেন ফুল,  খুকনী ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁন, জালালপুর ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউএনও মো: শামীম আহমেদ শাহজাদপুর সংবাদ ডটকমকে জানান, রোববার ৪০ সেকেন্ডের ঝড়ে পৌর এলাকাসহ উপজেলার তিনটি ইউনিয়নের দুই শতাধিক বাড়িঘর ও গাছপালা বিধ্বস্ত হয়। এসব অঞ্চলের ক্ষতিগ্রস্তদের মধ্যে দেড় লাখ টাকা বিতরণ করা হবে।