শাহজাদপুর সংবাদদাতাঃ গত শুক্রবার শাহজাদপুরের ঐতিহ্যবাহী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন প্রগতি সংঘের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে এনামুল হাসান মোজমাল সভাপতি ও সাজ্জাদ হোসেন আসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিপুল-উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শুক্রবার সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত গোপন ব্যালটে মোট ১৯৬ জন ভোটারের মধ্যে ১৯৩ জন ভোটার ভোট প্রদান করেন। কার্যকরী পরিষদের ১৫ টি পদে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সভাপতি পদে মোজমাল ১৭৯ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী নান্নু আহমেদ পেয়েছেন ১২ ভোট। সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ হোসেন আসলাম ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি বর্তমান সাধারণ সম্পাদক আব্দুস ছালাম পেয়েছেন ৬২ ভোট। সহ-সভাপতি পদে রওশন আলী রোশনাই ৯৭, সহ-সাধারণ সম্পাদক পদে জামাল হোসেন ৮৪, কোষাধক্ষ্য পদে আব্দুল মমিন মুন্সী ১০৮, দপ্তর সম্পাদক পদে জালাল উদ্দিন ১২৩, ক্রীড়া সম্পাদক পদে আব্দুস সালাম ৯৭, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে জয়নাল আবেদীন ১০৫, সমাজকল্যাণ সম্পাদক পদে বাবু মিয়া ১১৪, প্রচার সম্পাদক পদে মজিবর রহমান ৯২ ও কার্যকরী পরিষদ সদস্য পদে শ্যমল ঘোষ ১১৩, হাবুল হোসেন ১১২, আলাউদ্দিন ১০৮, উজ্জ্বল সরকার ১০৩, আমিরুল ইসলাম ১০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।