তাড়াশে দুই সন্তানের জননীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জ সংবাদদাতা: তাড়াশে পপি খাতুন (৩০) নামের দুই সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার সদর ইউনিয়নের কাউরাইল গ্রামের সাইফুল ইসলাম মুহুরীর স্ত্রী। রোববার বিকেলে তাড়াশ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পুলিশ জানায়, রোববার দুপুরে সাইফুল ইসলামের ঘরের মধ্যে তার স্ত্রী পপি খাতুনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বাড়ির পাশ্ববর্তী লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে। তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ জানান, নিহত পপি তার স্বামীকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন। তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। এ ব্যাপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল রাজ্জাক জানান, বিকেলে পপি খাতুনের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসাপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

সিরাজগঞ্জ সংবাদদাতা: তাড়াশে পপি খাতুন (৩০) নামের দুই সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার সদর ইউনিয়নের কাউরাইল গ্রামের সাইফুল ইসলাম মুহুরীর স্ত্রী। রোববার বিকেলে তাড়াশ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পুলিশ জানায়, রোববার দুপুরে সাইফুল ইসলামের ঘরের মধ্যে তার স্ত্রী পপি খাতুনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বাড়ির পাশ্ববর্তী লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে। তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ জানান, নিহত পপি তার স্বামীকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন। তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। এ ব্যাপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল রাজ্জাক জানান, বিকেলে পপি খাতুনের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসাপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।