মো: মামুন বিশ্বাস: শাহজাদপুর উপজেলার পৌরসদরের মহিলা ডিগ্রী কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিনে ২০১৬ এইচ এস সি ও ডিগ্রী পরীক্ষার দ্বিতীয় দিনে বিপুল পরিমান নকলের পুস্তুক ধরা পড়ে। আজ সকাল ১১ টার সময় সহকারী কমিশনার (ভুমি) মো: আরিফুজ্জামান হল পরির্দশনের সময় অসদুপায় উপায়ে নকল করায় হাতেনাতে ধরে এইচ এস সি ৫ ও ডিগ্রী ১ পরিক্ষার্থীকে বহিস্কার করেন।
সহকারী কমিশনার (ভুমি) মো: আরিফুজ্জামান জানান, বর্তমান সরকার দেশকে অনেক সুন্দর শিক্ষার ব্যবস্থা করছেন। এখানে কোন ভাবেই নকল চলতে দেওয়া হবে না। আমাদের পরির্দশন ধারাবাহিক ভাবে চলবে। এ সময় উদ্ধার করা বিপুল পরিমান নকল পুস্তক কলেজ চত্বরে পুড়িয়ে ফেলা হয়।
মো: মামুন বিশ্বাস: শাহজাদপুর উপজেলার পৌরসদরের মহিলা ডিগ্রী কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিনে ২০১৬ এইচ এস সি ও ডিগ্রী পরীক্ষার দ্বিতীয় দিনে বিপুল পরিমান নকলের পুস্তুক ধরা পড়ে। আজ সকাল ১১ টার সময় সহকারী কমিশনার (ভুমি) মো: আরিফুজ্জামান হল পরির্দশনের সময় অসদুপায় উপায়ে নকল করায় হাতেনাতে ধরে এইচ এস সি ৫ ও ডিগ্রী ১ পরিক্ষার্থীকে বহিস্কার করেন।
সহকারী কমিশনার (ভুমি) মো: আরিফুজ্জামান জানান, বর্তমান সরকার দেশকে অনেক সুন্দর শিক্ষার ব্যবস্থা করছেন। এখানে কোন ভাবেই নকল চলতে দেওয়া হবে না। আমাদের পরির্দশন ধারাবাহিক ভাবে চলবে। এ সময় উদ্ধার করা বিপুল পরিমান নকল পুস্তক কলেজ চত্বরে পুড়িয়ে ফেলা হয়।