শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে আব্দুল মান্নান (৪০) নামের এক দলিল লেখককে প্রকাশ্য জনসম্মুখে নিজ কার্যালয়ের ভিতর ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়েছেন। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে আজ সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, দলিল লেখার কমিশনের টাকা অথবা চাঁদাবাজির জেরধরে শাহজাদপুর পৌর সদরের শেরখালি উকিলপাড়া গ্রামের মৃত আফসার আলির ছেলে শিমূল হোসেন (৪০) নামের ওই মহুরির কার্যসহকারী ক্ষুব্ধ হয়ে শত শত লোকের সামনে তাকে এলোপাথারি ভাবে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে পোতাজিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানাগেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে আব্দুল মান্নান (৪০) নামের এক দলিল লেখককে প্রকাশ্য জনসম্মুখে নিজ কার্যালয়ের ভিতর ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়েছেন। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে আজ সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, দলিল লেখার কমিশনের টাকা অথবা চাঁদাবাজির জেরধরে শাহজাদপুর পৌর সদরের শেরখালি উকিলপাড়া গ্রামের মৃত আফসার আলির ছেলে শিমূল হোসেন (৪০) নামের ওই মহুরির কার্যসহকারী ক্ষুব্ধ হয়ে শত শত লোকের সামনে তাকে এলোপাথারি ভাবে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে পোতাজিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানাগেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।