নিজস্ব প্রতিনিধিঃ আজ মঙ্গলবার ভোরের দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া ব্রীজের রেলিং ভেঙ্গে চিনি বোঝাই একটি ট্রাক গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকটির হেলপার ও ড্রাইভার নিহত হয়।
নিহতরা হলেন, নাটোর জেলার সিংড়া থানার খেজুরতলার হাছন মোহাম্মদের ছেলে ট্রাক ড্রাইভার আব্বাস আলী (৩০) ও একই এলাকার সুলতান শেখের ছেলে ট্রাক হেলপার সোহাগ আলী (২২)। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, ভোর রাতে ঢাকা থেকে চিনি বোঝা ট্রাক সিরাজগঞ্জের শাহজাদপুর বাজারে যাচ্ছিল। বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া ব্রীজের উপর ট্রাকটি ওঠামাত্র অপর একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্রীজের রেলিং ভেঙ্গে কমপক্ষে ৪০ ফুট গভীর খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার ও হেলপার নিহত হয়। খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে নিহতদের লাশ ও ট্রাকটি গভীর খাদ থেকে উদ্ধার করে। এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া ময়না তদন্তের জন্য লাশ দুটি সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্ঘে পাঠানো হয়েছে।#