শাহজাদপুরে ২ দিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধন

শাহজাদপুর প্রতিনিধিঃ আজ রোববার সকাল থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মিলনায়তনে দু’দিন ব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। সিরাজগঞ্জ ৮ ও ১০ কর সার্কেলের সহকারী কর কমিশনার উৎপল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক, শাহজাদপুর বনিক সমিতির সাধারন সম্পাদক রবিন আকন্দ, সহকারী আয়কর কমিশনার আজিজুল হক মোল্লা প্রমূখ। সহকারী আয়কর কমিশনার আজিজুল হক মোল্লা বলেন, গত ২০১৫-২০১৬ অর্থ বছরে শাহজাদপুরে আয় কর আদায় হয় প্রায় ৩ কোটি ৫০ লক্ষ টাকা । এববার ২০১৬-২০১৭ অর্থ বছরে আয়কর আদায়ের লক্ষ মাত্রা ৩ কোটি ৮০ লক্ষ টাকা ধরা হয়েছে। তিনি এ লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।

শাহজাদপুর প্রতিনিধিঃ আজ রোববার সকাল থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মিলনায়তনে দু’দিন ব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। সিরাজগঞ্জ ৮ ও ১০ কর সার্কেলের সহকারী কর কমিশনার উৎপল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক, শাহজাদপুর বনিক সমিতির সাধারন সম্পাদক রবিন আকন্দ, সহকারী আয়কর কমিশনার আজিজুল হক মোল্লা প্রমূখ। সহকারী আয়কর কমিশনার আজিজুল হক মোল্লা বলেন, গত ২০১৫-২০১৬ অর্থ বছরে শাহজাদপুরে আয় কর আদায় হয় প্রায় ৩ কোটি ৫০ লক্ষ টাকা । এববার ২০১৬-২০১৭ অর্থ বছরে আয়কর আদায়ের লক্ষ মাত্রা ৩ কোটি ৮০ লক্ষ টাকা ধরা হয়েছে। তিনি এ লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।