অক্টোবরে নতুন আড়াই হাজার সংযোগ দেয়া হয়েছে: শাহজাদপুর পল্লীবিদ্যুৎ ইন্সপেক্টর

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি শাহজাদপুর জোনাল অফিসে নতুন সংযোগের আবেদনের হিড়িক পরেছে। প্রতিদিন লম্বা লাইনে দাড়িয়ে থেকে জমা দিচ্ছে নতুন সংযোগের আবেদন। জানােেগছে, সরকারের ঘোষনা অনুযায়ী নভেম্বরের মধ্যে ঘরে ঘরে সংযোগ প্রদানের লক্ষ নিয়ে কাজ করছে শাহজাদপুর পল্লী বিদ্যুত অফিস। জানাগেছে, অক্টোবর মাসে শুধুমাত্র শাহজাদপুর পল্লী বিদ্যুত অফিসে নতুন সংযোগের আবেদন জমা পরেছে প্রায় ৫ হাজার এবং অক্টোবর মাসে উপজেলায় প্রায় আড়াই হাজার নতুুন সংযোগ প্রদান করা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, পল্লী বিদ্যুত অফিসের কর্তব্যরত কর্মকর্তা কর্মচারিরা দিন রাত কাজ করছে এই নতুন সংযোগ প্রদানের লক্ষে। পল্লী বিদ্যুত অফিস ঘুরে দেখা গেছে অফিসে কর্তব্যরত ইন্সপেক্টর সনজীব কুমার , ফরহাদ হোসেন, আকমল হোসেনসহ অন্যান্য ইন্সপেক্টর ও অফিসে অন্যান্য ষ্টাফরাও দিনরাত পরিরশ্রম করে সব ফাইলপত্র যাচাই বাছাই করছে ও মাঠে কর্মরত কর্মীরা সংযোগ প্রদনের কাজে ব্যাস্ত রয়েছে। এ ব্যাপারে শাহজাদপুর জোনাল অফিসের ডিজিএম, জুলফিকার রহমান জানান, সরকারের ঘোষনা অনুযায়ী আমরা গ্রাহকের সার্থে নতুন সংযোগ প্রদানের লক্ষে দিন

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি শাহজাদপুর জোনাল অফিসে নতুন সংযোগের আবেদনের হিড়িক পরেছে। প্রতিদিন লম্বা লাইনে দাড়িয়ে থেকে জমা দিচ্ছে নতুন সংযোগের আবেদন। জানােেগছে, সরকারের ঘোষনা অনুযায়ী নভেম্বরের মধ্যে ঘরে ঘরে সংযোগ প্রদানের লক্ষ নিয়ে কাজ করছে শাহজাদপুর পল্লী বিদ্যুত অফিস। জানাগেছে, অক্টোবর মাসে শুধুমাত্র শাহজাদপুর পল্লী বিদ্যুত অফিসে নতুন সংযোগের আবেদন জমা পরেছে প্রায় ৫ হাজার এবং অক্টোবর মাসে উপজেলায় প্রায় আড়াই হাজার নতুুন সংযোগ প্রদান করা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, পল্লী বিদ্যুত অফিসের কর্তব্যরত কর্মকর্তা কর্মচারিরা দিন রাত কাজ করছে এই নতুন সংযোগ প্রদানের লক্ষে। পল্লী বিদ্যুত অফিস ঘুরে দেখা গেছে অফিসে কর্তব্যরত ইন্সপেক্টর সনজীব কুমার , ফরহাদ হোসেন, আকমল হোসেনসহ অন্যান্য ইন্সপেক্টর ও অফিসে অন্যান্য ষ্টাফরাও দিনরাত পরিরশ্রম করে সব ফাইলপত্র যাচাই বাছাই করছে ও মাঠে কর্মরত কর্মীরা সংযোগ প্রদনের কাজে ব্যাস্ত রয়েছে। এ ব্যাপারে শাহজাদপুর জোনাল অফিসের ডিজিএম, জুলফিকার রহমান জানান, সরকারের ঘোষনা অনুযায়ী আমরা গ্রাহকের সার্থে নতুন সংযোগ প্রদানের লক্ষে দিনরাত কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, যে সমস্থ আবেদন জমা পরেছে ও জমা পরছে সেগুলো যাচাই বাছাই করে নভেম্বরের মধ্যে ঘরে ঘরে বিদ্যুত সংযোগ প্রদান করার লক্ষ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।