শাহজাদপুরে ইউপি নির্বাচনের স্থগিত তিনটি কেন্দ্রের ভোট গ্রহণ আজ

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলায় অনুষ্ঠিত গত ৪ জুনের ইউপি নির্বাচনে রূপবাটি , গালা ও কৈজুরী এ ৩টি ইউনিয়নের স্থগিত হওয়া তিন কেন্দ্রের ভোট গ্রহণ আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে । শাহজাদপুর উপজেলা নির্বাচন অফিসার আলী হোসেন জানান, গালা ইউনিয়নের ১নং ওয়ার্ডের গালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র ও কৈজুরী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাথালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রর ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় এ দুইটি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হয়েছিল । এই স্থগিত হয়ে যাওয়া কেন্দ্র ২টির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে । এ ছাড়া রূপবাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মোঃ আবু তাহের (মোরগ মার্কা ) ও মোঃ মজনু মিয়া ( তালা মার্কা ) সমান সংখ্যক ভোট পাওয়ায় ফলাফল স্থগিত করা হয়। ফলে আজ রূপবাটি ইউনিয়নের বাকধুনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ কেন্দ্রেও পুনরায় ওই দুই প্রার্থীর মধ্যে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলায় অনুষ্ঠিত গত ৪ জুনের ইউপি নির্বাচনে রূপবাটি , গালা ও কৈজুরী এ ৩টি ইউনিয়নের স্থগিত হওয়া তিন কেন্দ্রের ভোট গ্রহণ আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে । শাহজাদপুর উপজেলা নির্বাচন অফিসার আলী হোসেন জানান, গালা ইউনিয়নের ১নং ওয়ার্ডের গালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র ও কৈজুরী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাথালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রর ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় এ দুইটি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হয়েছিল । এই স্থগিত হয়ে যাওয়া কেন্দ্র ২টির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে । এ ছাড়া রূপবাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মোঃ আবু তাহের (মোরগ মার্কা ) ও মোঃ মজনু মিয়া ( তালা মার্কা ) সমান সংখ্যক ভোট পাওয়ায় ফলাফল স্থগিত করা হয়। ফলে আজ রূপবাটি ইউনিয়নের বাকধুনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ কেন্দ্রেও পুনরায় ওই দুই প্রার্থীর মধ্যে ভোট অনুষ্ঠিত হচ্ছে।