শাহজাদপুর প্রতিনিধি : আমেরিকায় সড়ক দুর্ঘটনায় শাহজাদপুরের মেয়ের মৃত্যু হয়েছে। জানা গেছে, গত ২৪ নভেম্বর আমেরিকার সময় বিকেল ৫ টায় আমেরিকার আরকান্থাস শহরে একটি সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের দরগাহপাড়া মহল্লার ওয়ারেস মিয়ার কন্যা প্রেয়শী উম্মে ওয়ারেস ঐশর্য্য (২৭) নিহত হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শাহজাদপুরে শোকের ছায়া নেমে আসে। গত শুক্রবার বাদ জুম্বা নিহতের লাশ আমেরিকায় দাফন করা হয়। উল্লেখ্য, ২০০৪ সালে তার ভাই গৌরব ওয়ারেস আমেরিকাতেই আরেকটি দুর্ঘটনায় মারা গিয়েছিলো। নিহত ঐশর্য্য ফোর্থস্মিস্ত শহরের বসবাস করতেন।
শাহজাদপুর প্রতিনিধি : আমেরিকায় সড়ক দুর্ঘটনায় শাহজাদপুরের মেয়ের মৃত্যু হয়েছে। জানা গেছে, গত ২৪ নভেম্বর আমেরিকার সময় বিকেল ৫ টায় আমেরিকার আরকান্থাস শহরে একটি সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের দরগাহপাড়া মহল্লার ওয়ারেস মিয়ার কন্যা প্রেয়শী উম্মে ওয়ারেস ঐশর্য্য (২৭) নিহত হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শাহজাদপুরে শোকের ছায়া নেমে আসে। গত শুক্রবার বাদ জুম্বা নিহতের লাশ আমেরিকায় দাফন করা হয়। উল্লেখ্য, ২০০৪ সালে তার ভাই গৌরব ওয়ারেস আমেরিকাতেই আরেকটি দুর্ঘটনায় মারা গিয়েছিলো। নিহত ঐশর্য্য ফোর্থস্মিস্ত শহরের বসবাস করতেন।