শাহজাদপুরে ৬ গ্রাম হেরোইনসহ ২ হেরোইন ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুর প্রতিনিধি : গতকাল শুক্রবার গভীর রাতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হকের নির্দেশে থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মশিপুর গ্রামে অভিযান চালিয়ে ছয় গ্রাম হেরোইনসহ দুই হেরোইন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো মশিপুর গ্রামের আলহাজ্ব আব্দুল জালেক ফকিরের ছেলে আবুশামা (৪৫) ও একই গ্রামের মুকুল (৪৬)।
শাহজাদপুর থানার উিউটি অফিসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল জানতে পারেন দুই হেরোইন ব্যবসায়ী পার্শ্ববর্তী পাবনা জেলার বেড়া উপজেলা থেকে হেরোইন ক্রয় করে বাড়ি ফিরছিলো। এ খবর জানতে পেরে তাৎক্ষণিক গাড়াদহ বাসষ্ট্যান্ড এলাকায় গিয়ে ওঁৎ পেতে থাকে একদল পুলিশ। পরে ওই দুই হেরোইন ব্যবসায়ী উক্ত বাসষ্ট্যান্ডে নামলে সেখান থেকে তাদের ছয় গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। আজ শনিবার তাদের সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

শাহজাদপুর প্রতিনিধি : গতকাল শুক্রবার গভীর রাতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হকের নির্দেশে থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মশিপুর গ্রামে অভিযান চালিয়ে ছয় গ্রাম হেরোইনসহ দুই হেরোইন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো মশিপুর গ্রামের আলহাজ্ব আব্দুল জালেক ফকিরের ছেলে আবুশামা (৪৫) ও একই গ্রামের মুকুল (৪৬)। শাহজাদপুর থানার উিউটি অফিসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল জানতে পারেন দুই হেরোইন ব্যবসায়ী পার্শ্ববর্তী পাবনা জেলার বেড়া উপজেলা থেকে হেরোইন ক্রয় করে বাড়ি ফিরছিলো। এ খবর জানতে পেরে তাৎক্ষণিক গাড়াদহ বাসষ্ট্যান্ড এলাকায় গিয়ে ওঁৎ পেতে থাকে একদল পুলিশ। পরে ওই দুই হেরোইন ব্যবসায়ী উক্ত বাসষ্ট্যান্ডে নামলে সেখান থেকে তাদের ছয় গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। আজ শনিবার তাদের সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।