শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল বিকালে শাহজাদপুর উপজেলা বেলতৈল ইউনিয়নের আগনুকালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রঙ্গনে প্রতিবন্ধী, পরিবেশ ও ফেসবুক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪ টায় আগনুকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান। আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি সহ আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুস্তাক আহমেদ, সিনিয়র সহকারি পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল মোঃ আবুল হাসনাত, ওসি (তদন্ত) শাহজাদপুর থানা মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনজু আলম মোঃ মনজু আলম, ডিজিএম পল্লী বিদ্যুৎ সমিতি শাহজাদপুর জোনাল অফিস মোঃ জুলফিকার রহমান প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি আয়োজনে ও শুভেচ্ছা বক্তব্য রাখেন দি বার্ড সেফটি হাউজের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা সাংবাদিক মামুন বিশ্বাস। ৩০ জন প্রতিবন্ধী পরিবারকে নগদ টাকা, ৩০ পিচ কম্বল, ৩০ টি পোশাক বিতরন করেন দি বার্ড সেফটি হাউজ পরিবারের পক্ষ থেকে।