শাহজাদপুরে স্বামী পরিত্যাক্তা মহিলাকে অপহরণ

নিজস্ব সংবাদদাতাঃ শাহজাদপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে স্বামী পরিত্যাক্তা দর্জি মহিলা অপহরণ হয়েছে। উপজেলার পোতাজিয়া গ্রামের চক্রবর্তীপাড়ার লবু বেপারীর স্বামী পরিত্যাক্তা মেয়ে রুবিয়া পারভীন (৪০) কে প্রতিপক্ষ গ্রুপের দূর্বৃত্তরা জোরপূর্বক অপহরণ করে নিয়ে গেছে বলে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেলে দর্জির কাজ শেষে বেড়া উপজেলা থেকে সিএনজি টেম্পু যোগে বাড়ি ফেরার সময় গঙ্গাপ্রসাদ নামক স্থানে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উপর সিএনজির গতিরোধ করে ৮/৯ জনের দূর্বৃত্ত দল তাকে সিএনজি থেকে টেনে হিচড়ে নামিয়ে একটি কালো রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে পালিয়ে গেছে বলে মামলার বাদী অপহৃতর মা মোছাঃ আছিয়া বেগম দাবী করেছেন। তিনি এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ সহ আরো অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে এ অপহরণ মামলা দায়ের করেছেন। শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুলইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপহৃতাকে উদ্ধার ও আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে। অপর দিকে এ মামলার পর থেকে আসামীরা বাড়ি ছেড়ে পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

নিজস্ব সংবাদদাতাঃ শাহজাদপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে স্বামী পরিত্যাক্তা দর্জি মহিলা অপহরণ হয়েছে। উপজেলার পোতাজিয়া গ্রামের চক্রবর্তীপাড়ার লবু বেপারীর স্বামী পরিত্যাক্তা মেয়ে রুবিয়া পারভীন (৪০) কে প্রতিপক্ষ গ্রুপের দূর্বৃত্তরা জোরপূর্বক অপহরণ করে নিয়ে গেছে বলে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেলে দর্জির কাজ শেষে বেড়া উপজেলা থেকে সিএনজি টেম্পু যোগে বাড়ি ফেরার সময় গঙ্গাপ্রসাদ নামক স্থানে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উপর সিএনজির গতিরোধ করে ৮/৯ জনের দূর্বৃত্ত দল তাকে সিএনজি থেকে টেনে হিচড়ে নামিয়ে একটি কালো রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে পালিয়ে গেছে বলে মামলার বাদী অপহৃতর মা মোছাঃ আছিয়া বেগম দাবী করেছেন। তিনি এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ সহ আরো অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে এ অপহরণ মামলা দায়ের করেছেন। শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুলইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপহৃতাকে উদ্ধার ও আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে। অপর দিকে এ মামলার পর থেকে আসামীরা বাড়ি ছেড়ে পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।