শাহজাদপুর প্রতিনিধি : আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা বাজার থেকে আব্দুল হামিদ (৫৫) নামের এক মানব পাচারকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল হামিদের বিরুদ্ধে রাজশাহী থানায় মানব পাচারের অভিযোগে দায়েরকৃত মামলায় বিজ্ঞ আদালত তাকে গ্রেফতারের নির্দেশ দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুল হামিদের বিরুদ্ধে শাহজাদপুর থানায়ও মামলা রয়েছে। এলাকাবাসী ও শাহজাদপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক ও পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলামের নির্দেশে আজ দুপুরে থানার এসআই কমল কুমার দেবনাথ, এএসআই সাইফুল সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পোরজনা বাজারে অভিযান চালিয়ে মন্টু ডাক্তারের দোকান সংলগ্ন এলাকায় জুয়া খেলারত অবস্থায় মানবপাচারকারী আব্দুল হামিদকের পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে মানব পাচারের ৬,৭ ও ৯ ধারায় চলমান মামলায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারকৃত হামিদের বিরুদ্ধে শাহজাদপুর থানায় জাল দলিল সৃষ্টি, চাঁদাবাজি, মারপিট ও ক্ষতিসাধনের অভিযোগে আরও একটি মামলা রয়েছে (মামলা নং-২৫,তাং-১৫-১২-১৬ইং)। ধৃত আব্দুল হামিদ উপজেলার পোরজনা ইউনিয়নের বড় মহারাজপুর গ্রামের মৃত নূর উল্লাহর ছেলে বলে জানা গেছে।