শাহজাদপুর প্রতিনিধি : আজ মঙ্গলবার সকালে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীবের সাথে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের স্থানীয় সর্ববৃহত গ্রুপ ‘সার্কেল শাহজাদপুর’-এর পরিচালনা পর্ষদের জনকল্যাণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ‘সার্কেল শাহজাদপুর’এর পক্ষ থেকে ইউএনও আলীমুন রাজীবকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। নবাগত ইউএনও আলীমুন রাজীবকে আর্তমানবতার কল্যাণে নিয়োজিত গ্রুপ ‘সার্কেল শাহজাদপুর’-এর বিভিন্ন জনকল্যাণমুলক কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন ‘সার্কেল শাহজাদপুর’ গ্রুপের এডমিন, সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার স্টাফ রিপোর্টার রাজীব রাসেল এবং এডমিন ও সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার স্টাফ রিপোর্টার ফারুক হাসান কাহার। ইউএনও আলীমুন রাজীবও অসহায় বঞ্চিত ছিন্নমূল মানুষের কল্যাণে কাজের ওপর দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। ইএনও আরও বলেন,‘ এলাকার দুস্থ-অসহায় মানুষের কল্যাণে সার্কেল শাহজাদপুর গ্রুপের কর্মকান্ড নিঃসন্দেহে প্রশংসনীয়। শাহজাদপুরের গরীব,দুঃখী, অসহায় মানুষের সার্বিক কল্যাণে সার্কেল শাহজাদপুর গ্রুপের কল্যাণমূলক কর্মকান্ডে সার্বিক সহযোগীতায় সচেষ্ট থাকবেন।’ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গ্রুপের মডারেটর শামছুর রহমান শিশির, হান্নান শেখ, গ্রুপ ইভেন্ট ‘পাশে দাড়াই’- এর সদস্য আব্দুদ দাইয়ান হারুন, ফিরোজ আহম্মেদ, নাজমুল হক, নাঈম ইসলাম, মিরাজ আলী, মিলন আলী, সবুজ হোসেন রতন, দিহান মির্জা প্রমূখ।