তাড়াশে প্রতিপক্ষের হামলায় শিক্ষক দম্পতি গুরুতর আহত

তাড়াশ প্রতিনিধিঃ তাড়াশে এক শিক্ষক ও তার স্ত্রীকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই শিক্ষক থানায় ও ইউপি চেয়ারম্যান বরাবর বিচার চেয়ে একটি অভিযোগ দায়ের করেছেন । ঘটনাটি ঘটেছে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামে। অভিযোগ সুত্রে জানা গেছে, গত ২২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে দি হলি চাইল্ড কিন্ডার গার্টেন হাই স্কুল এন্ড কোচিং হোম তাড়াশ শাখার পরিচালক, শিক্ষক মোঃ জুয়েল রানার বিনসাড়া গ্রামের নিজ বাড়ির জায়গায় একই গ্রামের আব্দুল রশিদ কয়েক ট্রাক ইট রাখে এতে শিক্ষকের জায়গার ক্ষতি হওয়ায় সেখানে ইট রাখতে বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষকের উপর হামলা চালিয়ে রশিদ গং ওই শিক্ষক ও তার স্ত্রীকে বেধর মারপিট করে গুরুতর আহত করে। এলাকাবাসি ছুটে এসে তাদের উদ্ধার করে প্রথমে তাড়াশ সদর হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।
এ ব্যাপারে বারুহাস ইউপি চেয়ারম্যান মোঃ মোক্তার হোসেন মুক্তা বলেন, আমার কাছে শিক্ষক মোঃ জুয়েল রানা লিখিত অভিযোগ করেছে। ঘটনাটি আসলেই দুঃখ জনক। আমি ওই ওয়ার্ডের মেম্বরের কাছে বিচারের ভার দিয়েছি।

তাড়াশ প্রতিনিধিঃ তাড়াশে এক শিক্ষক ও তার স্ত্রীকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই শিক্ষক থানায় ও ইউপি চেয়ারম্যান বরাবর বিচার চেয়ে একটি অভিযোগ দায়ের করেছেন । ঘটনাটি ঘটেছে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামে। অভিযোগ সুত্রে জানা গেছে, গত ২২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে দি হলি চাইল্ড কিন্ডার গার্টেন হাই স্কুল এন্ড কোচিং হোম তাড়াশ শাখার পরিচালক, শিক্ষক মোঃ জুয়েল রানার বিনসাড়া গ্রামের নিজ বাড়ির জায়গায় একই গ্রামের আব্দুল রশিদ কয়েক ট্রাক ইট রাখে এতে শিক্ষকের জায়গার ক্ষতি হওয়ায় সেখানে ইট রাখতে বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষকের উপর হামলা চালিয়ে রশিদ গং ওই শিক্ষক ও তার স্ত্রীকে বেধর মারপিট করে গুরুতর আহত করে। এলাকাবাসি ছুটে এসে তাদের উদ্ধার করে প্রথমে তাড়াশ সদর হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। এ ব্যাপারে বারুহাস ইউপি চেয়ারম্যান মোঃ মোক্তার হোসেন মুক্তা বলেন, আমার কাছে শিক্ষক মোঃ জুয়েল রানা লিখিত অভিযোগ করেছে। ঘটনাটি আসলেই দুঃখ জনক। আমি ওই ওয়ার্ডের মেম্বরের কাছে বিচারের ভার দিয়েছি।