শাহজাদপুরে সাজাপ্রাপ্ত গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুর প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক ও পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলামের নির্দেশে থানার এসআই ফরিদুল ইসলামের নেতৃত্বে এএসআই ছাইফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ আজ বুধবার সকালে উপজেলার দুর্গম পল্লী ধরজামতৈল নতুন পাড়ায় অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামী গাঁজা ব্যবসায়ী বক্কার শেখ(৭৫) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত বক্কার শেখ ধরজামতৈল গ্রামের মৃত আকুব্বর শেখের পুত্র বলে জানা গেছে। গত ২০১৪ সালের ২৭ এপ্রিলে বক্কার শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় তার ৮ মাস সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা নগদ অর্থদন্ড অনাদায়ে আরও দুই মাস বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছিলেন বিজ্ঞ আদালত। এর পর থেকে গাঁজা ব্যবসায়ী বক্কার শেখ দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসছিলো। আজ বুধবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শাহজাদপুর প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক ও পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলামের নির্দেশে থানার এসআই ফরিদুল ইসলামের নেতৃত্বে এএসআই ছাইফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ আজ বুধবার সকালে উপজেলার দুর্গম পল্লী ধরজামতৈল নতুন পাড়ায় অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামী গাঁজা ব্যবসায়ী বক্কার শেখ(৭৫) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত বক্কার শেখ ধরজামতৈল গ্রামের মৃত আকুব্বর শেখের পুত্র বলে জানা গেছে। গত ২০১৪ সালের ২৭ এপ্রিলে বক্কার শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় তার ৮ মাস সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা নগদ অর্থদন্ড অনাদায়ে আরও দুই মাস বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছিলেন বিজ্ঞ আদালত। এর পর থেকে গাঁজা ব্যবসায়ী বক্কার শেখ দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসছিলো। আজ বুধবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।