শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নিবেদিতপ্রাণ জাসদ নেতা মাহবুব-উল-আলম শিপার (৬২) আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর পৌর এলাকার পাঠানপাড়াস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তিনি দীর্ঘদিন যাবৎ নানারকম শারীরিক সমস্যায় ভূগছিলেন। নির্লোভ, সৎ ও নিভৃতচারী অকৃতদার এই নেতা মৃত্যুকালে শাহজাদপুর পৌর জাসদের সভাপতি, সিরাজগঞ্জ জেলা ও শাহজাদপুর উপজেলা কমিটির অন্যতম সদস্য ছিলেন। স্বাধীনতা যুদ্ধের আগে শাহজাদপুর বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের ছাত্র থাকাকালীন ছাত্রলীগে যোগদানের মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। স্বাধীনতার পর বিভিন্ন সময় তিনি থানা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। রাজনীতি করতে গিয়ে তিনি বিভিন্ন বাহিনীর দ্বারা নানা রকম শারীরিক নির্যাতনের শিকার হন। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় তাঁকে গ্রেফতার করে বিশেষ ক্ষমতা আইনে প্রায় ১ বছর কারারুদ্ধ রাখা হয়। নিজ রাজনৈতিক আদর্শের প্রতি অবিচল এ নেতা একজন উচ্চমানের কবি ছিলেন। তাঁর লেখা অসংখ্য কবিতা বিভিন্ন পত্র-পত্রিকা ও লিটন ম্যাগাজিনে প্রকাশ হয়েছে। তিনি জাতীয় কবিতা পরিষদেরও সদস্য ছিলেন। আগামীকাল (শুক্রবার) বাদ ফজর পৌরসদরের দরগাহপাড়াস্থ হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ.) মাজার ও মখদুমিয়া জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে যানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। জাসদ নেতা মরহুম মাহবুব-উল-আলম শিপারের মৃতুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, শাহজাদপুর উপজেলা জাসদের সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, শাহজাদপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হাসান খান মনি, সিরাজগঞ্জ জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান তুহিন প্রমূখ।