নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের স্কুল ছাত্র শান্ত হত্যা মামলার ২ সন্দেহ ভাজন আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। এরা হল, মৃত ফজলার মিয়ার ছেলে শহীদুল ইসলাম ( ৩৩ ) ও একই গ্রামের মৃত সোনাউল্লা মিয়ার ছেলে আদম আলী (৩৫ )। গতকাল শনিবার এদেরকে গ্রেফতার করা হয়। শাহজাদপুর থানার উপপরিদর্শক কংকন বিশ্বাস জানান প্রায় দুই মাস আগে জামিরতা বাজারের একটি দোকান থেকে শান্ত ( ১৪ ) নামে এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ । পড়ালেখার পাশাপাশি সে ওই দোকানের কর্মচারীল কাজ করত। দুই মাস পর ময়নাতদন্তের রির্পোট গত বৃহস্পতিবার থানায় আসে। এতে দেখা যায়, শান্তকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে । এ রির্পোটের ভিত্তিতে পুলিশ ওই দুইজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের স্কুল ছাত্র শান্ত হত্যা মামলার ২ সন্দেহ ভাজন আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। এরা হল, মৃত ফজলার মিয়ার ছেলে শহীদুল ইসলাম ( ৩৩ ) ও একই গ্রামের মৃত সোনাউল্লা মিয়ার ছেলে আদম আলী (৩৫ )। গতকাল শনিবার এদেরকে গ্রেফতার করা হয়। শাহজাদপুর থানার উপপরিদর্শক কংকন বিশ্বাস জানান প্রায় দুই মাস আগে জামিরতা বাজারের একটি দোকান থেকে শান্ত ( ১৪ ) নামে এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ । পড়ালেখার পাশাপাশি সে ওই দোকানের কর্মচারীল কাজ করত। দুই মাস পর ময়নাতদন্তের রির্পোট গত বৃহস্পতিবার থানায় আসে। এতে দেখা যায়, শান্তকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে । এ রির্পোটের ভিত্তিতে পুলিশ ওই দুইজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।