বাঘাবাড়ি নৌবন্দরে তেলবাহী জাহাজে গল্প কবিতা ও আনন্দ আড্ডায় পালিত হল স্বজন উৎসব

ম. জাহান, নূর মোহাম্মদ মেঘ, তাকিবুন্নাহার তাকিঃ বাঘাবাড়ি নৌবন্দরের তেলবাহী জাহাজের উপর রোববার বিকেলে গল্প কবিতা আর আনন্দ আড্ডায় পালিত হল দৈনিক যুগান্তর ও স্বজন সমাবেশের ১৮ বছরে পদার্পণ উৎসব। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বজন সমাবেশ এ উৎসবের আয়োজন করে। বর্ণাঢ্য ও ব্যতিক্রমি এ আয়োজনের মধ্যমনি ছিলেন, যুগান্তরের সাংবাদিক, বিশিষ্ট কবি, নাট্যকার ও মঞ্চ অভিনেতা মোঃ মুমীদুজ্জামান জাহান। এ আনন্দ আড্ডায় স্বজন বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহবাজ খান সানি, মেহেদী হাসান হিমু, নুরুল ইসলাম নাহিদ, আহাদুল ইসলাম আবির, সানোয়ার হেসেন, এহসানুল হক আবির, মাহমুদুল হাসান সমুদ্র, জয় মাহমুদ, রিমন, রনি, মারুফ হেসেন, হাবিব, তামিম, মনির, রহিম, ইকরামুল হক, সাব্বির, বিপ্লব সাহা, রাহুল, রতন, তাপস প্রমূখ। এদিন বিকেলে সবাই একে একে শাহজাদপুর সরকারি কলেজ শহীদ মিনারে এসে প্রথমে সমবেত হয় এরপর সিএনজি টেম্পু যোগে শাহজাদপুর শহরের ৬ কিলোমিটার দুরে অবস্থিত বাঘাবাড়ি নৌবন্দরের এক নং জেটিতে নোঙ্গর করে রাখা তেলবাহী জাহাজের উপর বসে এ আনন্দ আড্ডা পালন করা হয়। এ সময় স্বজন বন্ধুদের একের পর এক কবিতা গল্প আর কৌতুক পরিবেশনে আড্ডা ব্যাপক

ম. জাহান, নূর মোহাম্মদ মেঘ, তাকিবুন্নাহার তাকিঃ বাঘাবাড়ি নৌবন্দরের তেলবাহী জাহাজের উপর রোববার বিকেলে গল্প কবিতা আর আনন্দ আড্ডায় পালিত হল দৈনিক যুগান্তর ও স্বজন সমাবেশের ১৮ বছরে পদার্পণ উৎসব। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বজন সমাবেশ এ উৎসবের আয়োজন করে। বর্ণাঢ্য ও ব্যতিক্রমি এ আয়োজনের মধ্যমনি ছিলেন, যুগান্তরের সাংবাদিক, বিশিষ্ট কবি, নাট্যকার ও মঞ্চ অভিনেতা মোঃ মুমীদুজ্জামান জাহান। এ আনন্দ আড্ডায় স্বজন বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহবাজ খান সানি, মেহেদী হাসান হিমু, নুরুল ইসলাম নাহিদ, আহাদুল ইসলাম আবির, সানোয়ার হেসেন, এহসানুল হক আবির, মাহমুদুল হাসান সমুদ্র, জয় মাহমুদ, রিমন, রনি, মারুফ হেসেন, হাবিব, তামিম, মনির, রহিম, ইকরামুল হক, সাব্বির, বিপ্লব সাহা, রাহুল, রতন, তাপস প্রমূখ। এদিন বিকেলে সবাই একে একে শাহজাদপুর সরকারি কলেজ শহীদ মিনারে এসে প্রথমে সমবেত হয় এরপর সিএনজি টেম্পু যোগে শাহজাদপুর শহরের ৬ কিলোমিটার দুরে অবস্থিত বাঘাবাড়ি নৌবন্দরের এক নং জেটিতে নোঙ্গর করে রাখা তেলবাহী জাহাজের উপর বসে এ আনন্দ আড্ডা পালন করা হয়। এ সময় স্বজন বন্ধুদের একের পর এক কবিতা গল্প আর কৌতুক পরিবেশনে আড্ডা ব্যাপক জমে ওঠে। সন্ধ্যার লাল সুর্য্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে তখন সবাই এ আড্ডা সাঙ্গ করে ফিরে যায় যে যার আপন ঠিকানায়। আর এর মধ্য দিয়ে শেষ হয় দৈনিক যুগান্তর ও স্বজন সমাবেশের ১৮ বছরে পদার্পণ উৎসবের আনন্দ আড্ডার।