মেয়র মিরু ও তার ভাই হিরো মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে বাদ পড়লেন

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি কর্তৃক গেজেট ভূক্ত ৩৩ জন ও মুক্তিযোদ্ধা হিসেবে অনলাইনে নতুন আবেদনকারী মুক্তিযোদ্ধা নন সব মিলিয়ে এমন ১’শ ৭৫ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় দৈনিক সমকাল প্রতিনিধি ও সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার বার্তা সম্পাদক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামী শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার ভাই হামিদুল হক হিরো যাচাই বাছাই শেষে মুক্তিযোদ্ধার তালিকা থেকে অবশেষে বাদ পড়েছেন। প্রকাশিত তালিকা সূত্রে জানা গেছে, শাহজাদপুর গ্রামের মো : আবু তালেব মিয়ার ছেলে মো: হালিমুল হক মিরু (জামুকা প্রেরিত তালিকার ক্রমিক নং- ০৭০৪৩১৩৪৫৫০), গেজেট নং- ২৯৪৩, তারিখ : ০৪/১০/২০১৩ খ্রিষ্টাব্দ, জন্ম সনদের বয়স- ০১/০১/১৯৫৫ খ্রিষ্টাব্দ, জাতীয় পরিচয়পত্রের বয়স- ০১/০১/১৯৫৯ খ্রিষ্টাব্দ- মুক্তিযোদ্ধা নন। অন্যদিকে, মেয়র মিরুর ভাই হামিদুল হক হিরো ( জামুকা প্রেরিত তালিকার ক্রমিক নং- ০৭০৪১৪৫৪৮), গেজেট নং-২৯৪৮, তারিখ : ০৪/১০/২০১৩ খ্রি. মুক্তিযোদ্ধা নন । এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি কর্তৃক গেজেট ভূক্ত ৩৩ জন ও মুক্তিযোদ্ধা হিসেবে অনলাইনে নতুন আবেদনকারী মুক্তিযোদ্ধা নন সব মিলিয়ে এমন ১’শ ৭৫ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় দৈনিক সমকাল প্রতিনিধি ও সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার বার্তা সম্পাদক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামী শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার ভাই হামিদুল হক হিরো যাচাই বাছাই শেষে মুক্তিযোদ্ধার তালিকা থেকে অবশেষে বাদ পড়েছেন। প্রকাশিত তালিকা সূত্রে জানা গেছে, শাহজাদপুর গ্রামের মো : আবু তালেব মিয়ার ছেলে মো: হালিমুল হক মিরু (জামুকা প্রেরিত তালিকার ক্রমিক নং- ০৭০৪৩১৩৪৫৫০), গেজেট নং- ২৯৪৩, তারিখ : ০৪/১০/২০১৩ খ্রিষ্টাব্দ, জন্ম সনদের বয়স- ০১/০১/১৯৫৫ খ্রিষ্টাব্দ, জাতীয় পরিচয়পত্রের বয়স- ০১/০১/১৯৫৯ খ্রিষ্টাব্দ- মুক্তিযোদ্ধা নন। অন্যদিকে, মেয়র মিরুর ভাই হামিদুল হক হিরো ( জামুকা প্রেরিত তালিকার ক্রমিক নং- ০৭০৪১৪৫৪৮), গেজেট নং-২৯৪৮, তারিখ : ০৪/১০/২০১৩ খ্রি. মুক্তিযোদ্ধা নন । এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।