শাহজাদপুর প্রতিনিধি : গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছী বাজার এলাকায় গাড়াদহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪ নেতার স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। গাড়াদহ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আলিম, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল কাদের ও ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি খলিলুর রহমান-এ ৪ নেতার আত্মার মাগফেরাত কামনা করে এ সময় বিশেষ দোয়া করা হয়। গাড়াদহ ইউনিয়ন বিএনপি’র সভাপতি আফসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই শোকসভায় গাড়াদহ ইউনিয়নের মরহুম ৪ নেতার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কামরুদ্দিন এহিয়া খান মজলিশ সরোয়ার, চাইল্ড সাইট ফাউন্ডেশানের চেয়ারম্যান প্রফেসর ড. এমএ মুহিত, শাহজাদপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরু, এনায়েতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক মন্টু শেখ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক কেএম হাবিবুল হক সাব্বির, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজা, পৌর বিএনপি নেতা আল মাহমুদ প্রামানিক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক আরিফ প্রামানিক, পৌর যুবদল সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আলাল হোসেন, যুবদল নেতা সবুজুল ইসলাম সবুজ প্রমূখ।