শাহজাদপুরে ৭ বছরের পলাতক সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার

শাহজাদপুর প্রতিনিধি : গতকাল রোববার রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া ও পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলামের নির্দেশে থানার একদল পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত দীর্ঘ ৭ বছরের পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে। শাহজাদপুর থানার ডিউটি অফিসার এসআই জুলহাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই সাইফুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্সসহ পৌরসদরের শক্তিপুর পশ্চিমপাড়া মহল্লায় অভিযান চালান। এ সময় ওই মহল্লার আনছার প্রামানিকের ছেলে বিজ্ঞ আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত সানোয়ার হোসেন ও মৃত ইউনুস আলীর ছেলে হাশেম আলী পুলিশের উপস্থিতি টের পেয়ে ধান ক্ষেত দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলেও অনেক কাঠখড়ি পুরিয়ে অবশেষে এএসআই সাইফুল তাদের ধাওয়া করে ধরে ফেলে। ধৃত দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামী সানোয়ার ও হাশেমের বিরুদ্ধে গত ২০১০ সালে দায়েরকৃত মামলায় বিজ্ঞ আদালত সানোয়ারকে ৩ মাসের ও হাশেমকে ৮ মাসের কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন। এর পর থেকে ওই দুই আসামী দীঘ ৭ বছর পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ফিরছিলো। আজ সোমব

শাহজাদপুর প্রতিনিধি : গতকাল রোববার রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া ও পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলামের নির্দেশে থানার একদল পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত দীর্ঘ ৭ বছরের পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে। শাহজাদপুর থানার ডিউটি অফিসার এসআই জুলহাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই সাইফুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্সসহ পৌরসদরের শক্তিপুর পশ্চিমপাড়া মহল্লায় অভিযান চালান। এ সময় ওই মহল্লার আনছার প্রামানিকের ছেলে বিজ্ঞ আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত সানোয়ার হোসেন ও মৃত ইউনুস আলীর ছেলে হাশেম আলী পুলিশের উপস্থিতি টের পেয়ে ধান ক্ষেত দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলেও অনেক কাঠখড়ি পুরিয়ে অবশেষে এএসআই সাইফুল তাদের ধাওয়া করে ধরে ফেলে। ধৃত দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামী সানোয়ার ও হাশেমের বিরুদ্ধে গত ২০১০ সালে দায়েরকৃত মামলায় বিজ্ঞ আদালত সানোয়ারকে ৩ মাসের ও হাশেমকে ৮ মাসের কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন। এর পর থেকে ওই দুই আসামী দীঘ ৭ বছর পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ফিরছিলো। আজ সোমবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।