শাহজাদপুরে মহাপ্রভুর আবির্ভাব তিথি পালিত

রাম চন্দ্র সাহামিলনঃ শাহজাদপুরে শ্রী শ্রী নিতাই গৌর সেবা সংঘ আশ্রমে দুইদিন ব্যাপি শ্রী মন মহাপ্রভুর আবির্ভাব তিথি গৌর পূনিমা উদযাপিত।
১২ ই মার্চ রবিবার সারাদিন ভক্তরা উপবাস থেকে সন্ধ্যায় মন্দিরে শ্রী মন মহাপ্রভূর জীবন ও শ্রী ভাগ্বগবত পাঠ করা হয় । সোমবার দুপুরে মহাপ্রভুর ভোগ অন্তে ভক্তদের মধ্য প্রসাদ বিতরণ করা হয়। মন্দিরে শাস্ত্র পাঠ করেন মিতা মন্ডল, শ্রী প্রান্ত সাহা, কীতন পরিবেশন করেন শ্রী সন্তষ সাহার দল, ধর্মীয় আলোচনা করেন শ্রী অমল বসাক, শ্রী রাম চন্দ্র সাহা মিলন, দিলিপ সাহা, শ্রী মনরঞ্জন সাহা, সুশান্ত সাহা প্রমুখ।

রাম চন্দ্র সাহামিলনঃ শাহজাদপুরে শ্রী শ্রী নিতাই গৌর সেবা সংঘ আশ্রমে দুইদিন ব্যাপি শ্রী মন মহাপ্রভুর আবির্ভাব তিথি গৌর পূনিমা উদযাপিত। ১২ ই মার্চ রবিবার সারাদিন ভক্তরা উপবাস থেকে সন্ধ্যায় মন্দিরে শ্রী মন মহাপ্রভূর জীবন ও শ্রী ভাগ্বগবত পাঠ করা হয় । সোমবার দুপুরে মহাপ্রভুর ভোগ অন্তে ভক্তদের মধ্য প্রসাদ বিতরণ করা হয়। মন্দিরে শাস্ত্র পাঠ করেন মিতা মন্ডল, শ্রী প্রান্ত সাহা, কীতন পরিবেশন করেন শ্রী সন্তষ সাহার দল, ধর্মীয় আলোচনা করেন শ্রী অমল বসাক, শ্রী রাম চন্দ্র সাহা মিলন, দিলিপ সাহা, শ্রী মনরঞ্জন সাহা, সুশান্ত সাহা প্রমুখ।