নিজস্ব প্রতিনিধি: কর্মস্থলে যাওয়ার পথে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়ায় ট্রাক চাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় শংকর কুমার পাল নামে এক প্রভাষক গুরুতর আহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে উল্লাপাড়া উপজেলার নেওয়ারগাছা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন নাটোর জেলার সিংড়া থানার লালর এলাকার বাসিন্দা ও হেলার ভিজিটর চায়না রানী পাল (৪৫) ও তার মেয়ে তুলি রানী পাল (৬)। গুরুতর আহত শংকর কুমার পাল শাহজাদপুর সাতবাড়িয়া ডিগ্রী কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক। উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এস.আই) পবিত্র কুমার এ তথ্য নিশ্চিত করে জানান, প্রভাষক শংকর পাল ও তার স্ত্রী চায়না রানীকে নিয়ে স্বপরিবারে মটর সাইকেলযোগে নাটোর থেকে কর্মস্থল সিরাজগঞ্জের শাহজাদপুরে যাচ্ছিলেন। বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার নেওয়ারগাছা এলাকায় পৌছলে পিছন থেকে একটি ট্রাক তাদের মটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চায়না রানী ও তার মেয়ে তুলি রানী মারা যায়। এ সময় শংকর কুমার পালও গুরুতর আহত হয়। স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।