ফারুক হাসান কাহার ঃ বাংলা বর্ষবরণের একটি অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রা। প্রতি বছরের মতো এবারও উপজেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। এবারো তার ব্যতিক্রম ঘটেনি। সকাল ৮টার দিকে রবিন্দ্র কাছারী বাড়ী থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাই স্কুল মাঠে গিয়ে শেষ হয়। বাদ্যযন্ত্রের তালে তালে চলতে থাকে শোভাযাত্রা। বহন করা হয় বিভিন্ন ধরনের প্রতীকী শিল্পকর্ম। থাকে বাঙালি সংস্কৃতির পরিচয়বাহী নানা প্রতীকী উপকরণ, রংবেরংয়ের মুখোশ ও নানা প্রাণীর প্রতিকৃতি। শোভাযাত্রায় অংশ নেওয়া শিশু কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, যুবক-যুবতীসহ বিভিন্ন শ্রেণি পেশার নানা বয়সী মানুষের হাতে শোভা পাচ্ছিল বাঙ্গালি জাতির পরিচয় বহনকারী নানা প্রতিকৃতি। শোভযাত্রায় এমপি হাসিবুর রহমান স্বপন, উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ প্রমুখ অংশ নেন। এছাড়া মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও নানা শ্রেণী পেশার মানুষ। শোভাযাত্রায় বিপুল সংখ্যক শিশু-কিশোরও অংশ নেয়।