শাহজাদপুরে শ্রমিকদের মানববন্ধন ও সমাবেশ

শাহজাদপুর প্রতিনিধি : ‘সড়ক পরিবহন আইন ২০১৭’ এর সকল কালো আইন বাতিলের দাবিতে গতকাল রোববার শাহজাদপুরে সিরাজগঞ্জ জেলা বাস, মিনি বাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আহ্বানে দেশব্যাপী ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি অংশ হিসেবে এ মানববন্ধন ও সমাবেশ করা হয়। এদিন সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত শাহজাদপুর পৌর এলাকার বিসিক বাসষ্ট্যান্ড সংলগ্ন বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়ন, শাহজাদপুরের সভাপতি চান্দু শেখ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী, শ্রমিক নেতা হানু প্রামানিক, সাবান মোল্লা, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি টিপু সুলতান খান, সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুটুল প্রমূখ। বক্তারা বলেন, গত ২৭/০৩/২০১৭ ইং তারিখে মন্ত্রী পরিষদে অনুমোদিত সড়ক পরিবহন আইন ‘২০১৭’ এর অনেকগুলো ধারা উপধারা সড়ক পরিবহন সেক্টরের শ্রমিক ও মালিকের স্বার্থ পরিপন্থি। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে সড়ক পরিবহন আইন ২০১৭ তে মালিক

শাহজাদপুর প্রতিনিধি : ‘সড়ক পরিবহন আইন ২০১৭’ এর সকল কালো আইন বাতিলের দাবিতে গতকাল রোববার শাহজাদপুরে সিরাজগঞ্জ জেলা বাস, মিনি বাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আহ্বানে দেশব্যাপী ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি অংশ হিসেবে এ মানববন্ধন ও সমাবেশ করা হয়। এদিন সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত শাহজাদপুর পৌর এলাকার বিসিক বাসষ্ট্যান্ড সংলগ্ন বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়ন, শাহজাদপুরের সভাপতি চান্দু শেখ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী, শ্রমিক নেতা হানু প্রামানিক, সাবান মোল্লা, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি টিপু সুলতান খান, সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুটুল প্রমূখ। বক্তারা বলেন, গত ২৭/০৩/২০১৭ ইং তারিখে মন্ত্রী পরিষদে অনুমোদিত সড়ক পরিবহন আইন ‘২০১৭’ এর অনেকগুলো ধারা উপধারা সড়ক পরিবহন সেক্টরের শ্রমিক ও মালিকের স্বার্থ পরিপন্থি। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে সড়ক পরিবহন আইন ২০১৭ তে মালিক শ্রমিক স্বার্থ বিরোধী সকল ধারা উপধারা বাতিলের দাবি জানান। অন্যথায় আগামীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুমকি দেওয়া হয়। মানববন্ধন ও সমাবেশে উপজেলার বাস, মিনি বাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নে শত শত শ্রমিক যানবাহন বন্ধ রেখে এ কর্মসূচিতে অংশ নেয়।