শামছুর রহমান শিশির : গতকাল বুধবার শাহজাদপুরে দৈনিক মানবজমিন, দৈনিক করতোয়া ও দৈনিক যুগের কথা পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি, শাহজাদপুর প্রেসক্লাবের অন্যতম সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক সাগর বসাকের ৪৭ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে দুপুরে শাহজাদপুর পৌরসদরের মণিরামপুর বাজারস্থ সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার কার্যালয়ে তার সহকর্মীবৃন্দ কেক কেটে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার সম্পাদক শফিকুজ্জামান শফি, দৈনিক ভোরের কাগজের শাহজাদপুর প্রতিনিধি কবীর আজমল বিপুল, দৈনিক নয়াদিগন্তের স্থানীয় সংবাদদাতা আবুল কাশেম, দৈনিক প্রতিদিনের সংবাদের স্থানীয় প্রতিনিধি হাসানুজ্জামান তুহিন, দিনকাল প্রতিনিধি আল আমিন হোসেন, সাপ্তাহিক জনতার মশালের ব্যবস্থাপনা সম্পাদক শামছুর রহমান শিশির প্রমূখ। উল্লেখ্য, গত ১৯৭১ সালের এ দিনে সাগর বসাক পৌরসদরের মণিরামপুর মহল্লার পৈত্রিক ভবনে জন্মগ্রহন করেন ও গত ১৯৯২ সাল থেকে সাংবাদিকতা পেশায় আত্মনিয়োগ করে সাগর বসাক দায়িত্বশীলতা ও অত্যন্ত সুনামের কাজ করে আসছেন। ৪৭ তম জন্মদিনে সাংবাদিক সাগর বসাকের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন সহকর্মীবৃন্দ।