সিরাজগঞ্জ প্রতিনিধি: যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। চরাঞ্চলের ২৭টি ইউনিয়নে পানি প্রবেশ করেছে। ইতোমধ্যে কিছু কিছু বাড়িতে পানি প্রবেশ করতে শুরু করেছে।
এদিকে পানি বাড়ায় নদী তীরবর্তী মানুষগুলো ভাঙ্গন আতঙ্কে রয়েছে। নীচু জমিতে পানি ওঠায় চরাঞ্চলে গবাদি পশু নিয়ে বিপাকে রয়েছে কৃষকেরা।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান ইমাম বলেন, পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জ রক্ষায় ৮৭ কিলোমিটার বাঁধের কিছু এলাকা ঝুঁকিপূর্ণ থাকলেও পানি উন্নয়ন বোর্ড সতর্ক রয়েছে। ঝুকিপূর্ণ এলাকায় বালির বস্তা নিক্ষেপ করে ভাঙ্গন রোধে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সিরাজগঞ্জ প্রতিনিধি: যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। চরাঞ্চলের ২৭টি ইউনিয়নে পানি প্রবেশ করেছে। ইতোমধ্যে কিছু কিছু বাড়িতে পানি প্রবেশ করতে শুরু করেছে।
এদিকে পানি বাড়ায় নদী তীরবর্তী মানুষগুলো ভাঙ্গন আতঙ্কে রয়েছে। নীচু জমিতে পানি ওঠায় চরাঞ্চলে গবাদি পশু নিয়ে বিপাকে রয়েছে কৃষকেরা।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান ইমাম বলেন, পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জ রক্ষায় ৮৭ কিলোমিটার বাঁধের কিছু এলাকা ঝুঁকিপূর্ণ থাকলেও পানি উন্নয়ন বোর্ড সতর্ক রয়েছে। ঝুকিপূর্ণ এলাকায় বালির বস্তা নিক্ষেপ করে ভাঙ্গন রোধে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।