শাহজাদপুরে স্কুল ছাত্রী ও গৃহবধুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুরে মায়ের সাথে অভিমান করে আরিফা খাতুন (১৫) নামের জামিরতা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক স্কুল ছাত্রীর আত্মহত্যা করেছে। আজ শনিবার দুপুরে উপজেলার গালা ইউনিয়নের ভুলবায়রা গ্রাম থেকে স্কুল ছাত্রী আরিফার লাশ উদ্ধার করে শাহজাদপুর থানা পুলিশ। নিহত আরিফা ভুলবায়রা গ্রামের আলতাব হোসেনের মেয়ে বলে জানা গেছে।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিক জানান, ‘স্কুল ছাত্রী আরিফা তার মায়ের কাছে জামা কাপড় কেনার জন্য কিছু টাকা চেয়েছিলো। ওই টাকা না পেয়ে সে মায়ের উপর অভিমান করে গতকাল শুক্রবার রাতে তার নিজ ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত স্কুলছাত্রীর উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

অপরদিকে, শাহজাদপুরে আরজিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শনিবার বিকেল ৫ টায় উপজেলার বেলতৈল ইউনিয়নের ঘোড়শাল গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। সেই বেলতৈল ইউপি’র চরকাদই গ্রামের গাজী মোল্লার স্ত্রী বলে জানা গেছে। শাহজাদপুর থানার এসআই গোলজার হোসেন জানান, উপজেল

নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুরে মায়ের সাথে অভিমান করে আরিফা খাতুন (১৫) নামের জামিরতা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক স্কুল ছাত্রীর আত্মহত্যা করেছে। আজ শনিবার দুপুরে উপজেলার গালা ইউনিয়নের ভুলবায়রা গ্রাম থেকে স্কুল ছাত্রী আরিফার লাশ উদ্ধার করে শাহজাদপুর থানা পুলিশ। নিহত আরিফা ভুলবায়রা গ্রামের আলতাব হোসেনের মেয়ে বলে জানা গেছে। শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিক জানান, ‘স্কুল ছাত্রী আরিফা তার মায়ের কাছে জামা কাপড় কেনার জন্য কিছু টাকা চেয়েছিলো। ওই টাকা না পেয়ে সে মায়ের উপর অভিমান করে গতকাল শুক্রবার রাতে তার নিজ ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত স্কুলছাত্রীর উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অপরদিকে, শাহজাদপুরে আরজিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শনিবার বিকেল ৫ টায় উপজেলার বেলতৈল ইউনিয়নের ঘোড়শাল গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। সেই বেলতৈল ইউপি’র চরকাদই গ্রামের গাজী মোল্লার স্ত্রী বলে জানা গেছে। শাহজাদপুর থানার এসআই গোলজার হোসেন জানান, উপজেলার চরকাদই গ্রামের জহির মোল্লার ছেলে হাফেজ বেলাল হোসেন (২৫) সাথে গৃহবধু আরজিনার পরকীয়া সম্পর্ক ছিল। পরকীয়ার টানে গত ২৮ জুন বিয়ে করার উদ্দেশ্যে বাড়ি থেকে দুই জন পালিয়ে যায়। এরপর পরিবারের লোকজন তাদের আটক করে গ্রাম্য শালিষের মাধ্যমে বিষয়টি মিমাংসার চেষ্টা করে। এ ঘটনার পর গৃহবধূ আরজিনা তার বাবার বাড়িতে থাকতো। হাফেজ বেলালের সাথে বিয়ে না হওয়ার কারণে গত কয়েক দিন ধরে সে খাওয়া-দাওয়া ও কথাবার্তা বন্ধ করে দেয়। আজ শনিবার সকাল ৮ টার দিকে আরজিনাকে তার বাবার বাড়ির একটি ঘরে অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপর স্থানীয় ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ জানা যায় নি। এ ব্যাপার থানায় একটি ইউডি মামলা হয়েছে। অন্যদিকে, গৃহবধুর মৃত্যুর পর থেকে পরকীয়ার প্রেমিক হাফেজ বেলাল গাঁ ঢাকা দিয়েছে।