নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী কুন্ঠিসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ শনিবার ভোর রাতে উপজেলার দরগারচর, সাতবাড়িয়া ও দ্বারিয়াপুরে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, উপজেলার দরগারচর গ্রামের মাদক সম্রাজ্ঞী কুন্ঠি বেগম ওরফে মিতু (৩৭), কুঠি সাতবাড়িয়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে মোঃ বাহাদুর (৪৫) ও পৌর এলাকার দ্বারিয়াপুরের আনিছুল রহমান চিনির ছেলে মিন্টু (৩৫)। গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সর্কেল) ফাহমিদা হক শেলীর নেতৃত্বে ইন্সপেক্টর (ইনভেস্টিগেশন) কে.এম রাকিবুল হুদা, এসআই গোলজারসহ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী কুন্ঠি ওরফে মিতুর দরগারচর বাড়িতে অভিযান চালিয়ে ৬৫ পিছ ইয়াবা ট্যাবলেট ও নগদ ২০ হাজার ১’শ ৫০ টাকাসহ কুন্ঠি ওরফে মিতুকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে। পুলিশ জানায়,তার বিরুদ্ধে থানায় আরও ৫ টি মামলা রয়েছে। অপরদিকে, ওয়ারেন্টভুক্ত ২ মাদক ব্যবসায়ী বাহাদুরকে কুঠি সাতবাড়িয়ার নিজ বাড়ি থেকে এবং মিন্টুকে পৌর এলাকার দ্বারিয়াপুরের নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। ওই ৩ মাদক ব্যবসায়ীকে আজ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।