মৃত্যু পথযাত্রী দুধের শিশু আলিফকে বাঁচাতে এগিয়ে আসুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাদলা মধ্যপাড়া মহল্লার হতদরিদ্র দিনমজুর সাদ্দাম হোসেনের ও মুনিরা খাতুনের একমাত্র সন্তান আলিফ (৯ মাস) জটিল হাইড্রোফেলাস রোগে আক্রান্ত হয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে ! 'দিন এনে দিন খাওয়া' আলিফের পিতা স্বল্প মজুরী সাদ্দাম দিনে যা আয় করছেন তা দিয়ে পরিবার নিয়ে দু'বেলা দু'মুঠো আহার যোগানোই কষ্টকর হয়ে পড়েছে। 'অন্ধের সষ্ঠী' আলিফকে বাঁচাতে ও চিকিৎসা ব্যয় নির্বাহ করতে ক্রমাগত ঋণের অথৈ জালে আটকে যাচ্ছেন। বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন, ৯ মাস বয়সী দুধের শিশু আলিফকে বাঁচাতে মাথায় ও পিঠে দু'টি অপারেশন জরুরী। এ জন্য কমপক্ষে প্রায় দুই লাখ টাকা প্রয়োজন যা নুন আনতে পান্তা ফুরানো আলিফের পরিবারের পক্ষে সম্ভব নয়। আলিফের প্রাথমিক চিকিৎসা ব্যয় নির্বাহ করতেই প্রায় সর্বস্বান্ত হয়ে চোখেমুখে সর্ষের ফুল দেখছে পরিবার। দু'মাস বয়স থেকেই আলিফের মাথা ক্রমশ বড় আকার ধারণ করছে। উপায়ান্ত না দেখে শিশুটির বাবা সাদ্দাম জটিল রোগাক্রান্ত আলিফকে বাঁচাতে, চিকিৎসা ব্যয় নির্বাহ করতে দেশ ও বিদেশের বিত্তবান ও সহৃদয়ব

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাদলা মধ্যপাড়া মহল্লার হতদরিদ্র দিনমজুর সাদ্দাম হোসেনের ও মুনিরা খাতুনের একমাত্র সন্তান আলিফ (৯ মাস) জটিল হাইড্রোফেলাস রোগে আক্রান্ত হয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে ! 'দিন এনে দিন খাওয়া' আলিফের পিতা স্বল্প মজুরী সাদ্দাম দিনে যা আয় করছেন তা দিয়ে পরিবার নিয়ে দু'বেলা দু'মুঠো আহার যোগানোই কষ্টকর হয়ে পড়েছে। 'অন্ধের সষ্ঠী' আলিফকে বাঁচাতে ও চিকিৎসা ব্যয় নির্বাহ করতে ক্রমাগত ঋণের অথৈ জালে আটকে যাচ্ছেন। বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন, ৯ মাস বয়সী দুধের শিশু আলিফকে বাঁচাতে মাথায় ও পিঠে দু'টি অপারেশন জরুরী। এ জন্য কমপক্ষে প্রায় দুই লাখ টাকা প্রয়োজন যা নুন আনতে পান্তা ফুরানো আলিফের পরিবারের পক্ষে সম্ভব নয়। আলিফের প্রাথমিক চিকিৎসা ব্যয় নির্বাহ করতেই প্রায় সর্বস্বান্ত হয়ে চোখেমুখে সর্ষের ফুল দেখছে পরিবার। দু'মাস বয়স থেকেই আলিফের মাথা ক্রমশ বড় আকার ধারণ করছে। উপায়ান্ত না দেখে শিশুটির বাবা সাদ্দাম জটিল রোগাক্রান্ত আলিফকে বাঁচাতে, চিকিৎসা ব্যয় নির্বাহ করতে দেশ ও বিদেশের বিত্তবান ও সহৃদয়বানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন। সহযোগীতা পাঠাতে- বিকাশ- ০১৭১৭০৯৯৩১৩ রকেট- ০১৭২২৭১১২৩৬ ২ ০১৮২৪-১০১১০০ সাদ্দাম হোসেন (শিশুটির বাবা)