নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুরে গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানী র্যাব-১২’র সদস্যরা অভিযান চালিয়ে ৯০ লিটার বাংলা মদসহ আরশেদ (৫০) নামের এক মদ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত মদ ব্যবসায়ী আরশেদ শাহজাদপুর পৌরসদরের শক্তিপুর পশ্চিমপাড়া মহল্লার মৃত জব্বার মোল্লার ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে শাহজাদপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্পেশাল কোম্পানী র্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমন, পিএসসি জানিয়েছেন, ‘গতকাল বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর পৌরসদরের মাওলানা সাইফউদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৯০ লিটার বাংলা মদ ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করে র্যাব-১২ (সিরাজগঞ্জ) এর সদস্যরা।’
নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুরে গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানী র্যাব-১২’র সদস্যরা অভিযান চালিয়ে ৯০ লিটার বাংলা মদসহ আরশেদ (৫০) নামের এক মদ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত মদ ব্যবসায়ী আরশেদ শাহজাদপুর পৌরসদরের শক্তিপুর পশ্চিমপাড়া মহল্লার মৃত জব্বার মোল্লার ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে শাহজাদপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্পেশাল কোম্পানী র্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমন, পিএসসি জানিয়েছেন, ‘গতকাল বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর পৌরসদরের মাওলানা সাইফউদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৯০ লিটার বাংলা মদ ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করে র্যাব-১২ (সিরাজগঞ্জ) এর সদস্যরা।’