নিজস্ব সংবাদদাতা : সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার পানি সরবরাহের পাইপ লাইন (পি,ই ডি,পি ও) ‘চল্লিশ শহর’ প্রকল্পের কাজ নিম্নমান ও অনিয়মের জন্য এলাকাবাসীর তোপের মুখে কাজ রেখে পালিয়ে গেলেন ঠিকাদারের লোকজন। জানা গেছে, ১৬/১৭ অর্থ বছরে টেন্ডারের মাধ্যমে পুর্বাচল ট্রেড নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজের অনুমোদন পায়। পরে ওই ঠিকাদারী প্রতিষ্ঠানটি পাইপলাইন স্থাপনের কাজটি সিরাজগঞ্জের ঠিকাদার জাহাঙ্গির হোসেনকে সাব-কন্ট্রাক দেয়। জনস্বাস্থ্য অধিদপ্তরের আওতায় পৌর এলাকায় ৫৩ লাখ টাকা ব্যায়ে উক্ত প্রকল্পের পাইপলাইন স্থাপন ও পয়েন্ট বসানোর কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে এবং ইন্সপেকশন পিটগুলিতে নিম্ন মানের ইট, বালু, সিমেন্ট ব্যবহার করায় এলাকাবাসী হাতেনাতে ধরে ফেলে এবং মারমুখি এলাকাবাসীর হাত থেকে রক্ষা পেতে কাজ ফেলে পালিয়ে যায় সাব-কন্ট্রাকটারের শ্রমিকেরা। বিক্ষুব্ধ এলাকাবাসী জানায়, ‘পাইপ লাইনের পয়েন্ট বসানোর কাজে সিমেন্ট ছাড়াই শুধু ইট বসিয়ে উপর থেকে ঢালাই দেয়ার সময় এলাকাবাসী প্রতিরোধ করে।’ এ ব্যপারে ৬ নং ওয়ার্ড কাউন্সিলর কোরবান আলী জানান, ‘এই প্রকল্পের কাজে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এলাকাবাসী একত্রিত হয়ে প্রতিবাদ শুরু করলে ঘটনাস্থলে গিয়ে উক্ত কাজে নানা অনিয়ম দেখতে পাই।’ এদিকে এলাকাবাসী অভিযোগ করে বলেন, ‘জনস্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের যোগসাজসেই এই অনিয়ম করা হচ্ছে।’ এলাকাবাসীর ওই অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আঃ ওয়ারেস জানান, ‘৫৩ লাখ টাকা ব্যায়ে সরকারের পাইপলাইন স্থাপনের প্রকল্পের কাজ শুরু হয়েছে। এই কাজে অনিয়মের খবর পেয়েছি এবং ঠিকাদারকে সতর্ক করেছি।’