শাহজাদপুরে সিএনজি ভ্যানের সংঘর্ষে ১ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : আজ (বুধবার) সকালে শাহজাদপুরে সিএনজি টেম্পুর সাথে বিপরীত দিক থেকে আগত ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখী সংঘর্ষে ১ যাত্রী নিহত হয়েছে। নিহত ভ্যানযাত্রী মনছুর (৩৮) উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের আয়নাল হকের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় রবিউল নামের অপর ১ ভ্যানচালক আহত হয়। সকালে শাহজাদপুর-এনায়েতপুর সড়কের নাড়ুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ২ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আহত যাত্রী মনছুরের শারীরীক অবস্থার ক্রমানবতি হলে তাকে এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিক্যেল কলেজ এন্ড হসপিটালে রেফার্ড করা হলে দুপুরে সে মারা যায় ।

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : আজ (বুধবার) সকালে শাহজাদপুরে সিএনজি টেম্পুর সাথে বিপরীত দিক থেকে আগত ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখী সংঘর্ষে ১ যাত্রী নিহত হয়েছে। নিহত ভ্যানযাত্রী মনছুর (৩৮) উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের আয়নাল হকের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় রবিউল নামের অপর ১ ভ্যানচালক আহত হয়। সকালে শাহজাদপুর-এনায়েতপুর সড়কের নাড়ুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ২ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আহত যাত্রী মনছুরের শারীরীক অবস্থার ক্রমানবতি হলে তাকে এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিক্যেল কলেজ এন্ড হসপিটালে রেফার্ড করা হলে দুপুরে সে মারা যায় ।