শাহজাদপুরে 'লু'হাওয়া বইছে; লোডশেডিংয়ে ভোগান্তি চরমে!

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : অকষ্মাত শাহজাদপুরে 'লু'হাওয়া বইতে শুরু করেছে। অগ্নিঝরা তপ্ত বায়ুপ্রবাহে আবাল-বৃদ্ধ-বনিতা'র প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়েছে। প্রাণিকূলেও ত্রাহি অবস্থা বিরাজ করছে। ঘনঘন লোডশেডিং বিরাজিত ওই অসহনীয় গরমের মাত্রা আরও বাড়িয়ে তোলায় জনজীবন বিষিয়ে উঠছে। উপজেলার পল্লী অঞ্চলে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ অনুপস্থিত থাকায় জনদুর্ভোগ চরমে পৌছেছে। লোডশেডিংয়ের ফলে শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে।
এদিকে, গরমের তীব্রতা বৃদ্ধির ফলে স্থানীয় বিভিন্ন বয়সের মানুষেরা সর্দি, কাশিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যা বেশী বলে জানা গেছে। 'লু'হাওয়া আর লোডশেডিং জনিত কারণে উপজেলাবাসীর স্বাভাবিক জীবনযাত্রায় ছন্দপতন ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : অকষ্মাত শাহজাদপুরে 'লু'হাওয়া বইতে শুরু করেছে। অগ্নিঝরা তপ্ত বায়ুপ্রবাহে আবাল-বৃদ্ধ-বনিতা'র প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়েছে। প্রাণিকূলেও ত্রাহি অবস্থা বিরাজ করছে। ঘনঘন লোডশেডিং বিরাজিত ওই অসহনীয় গরমের মাত্রা আরও বাড়িয়ে তোলায় জনজীবন বিষিয়ে উঠছে। উপজেলার পল্লী অঞ্চলে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ অনুপস্থিত থাকায় জনদুর্ভোগ চরমে পৌছেছে। লোডশেডিংয়ের ফলে শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। এদিকে, গরমের তীব্রতা বৃদ্ধির ফলে স্থানীয় বিভিন্ন বয়সের মানুষেরা সর্দি, কাশিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যা বেশী বলে জানা গেছে। 'লু'হাওয়া আর লোডশেডিং জনিত কারণে উপজেলাবাসীর স্বাভাবিক জীবনযাত্রায় ছন্দপতন ঘটেছে।