♦। মুক্তিযোদ্ধা হিসেবে বাজেট নিয়ে আমার ব্যক্তিগত মন্তব্য।।♦

বাংলাদেশ স্বাধীন হবার পর একজন মুক্তিযোদ্ধা হিসেবে নিজের উপলোব্ধি বোধ থেকে যা দেখছি, আমাদের দেশের বাজেট হলো উন্নয়ন ও সেবার নামে বিভিন্ন খাতে বাৎসরিক অর্থ বরাদ্দগুলো নানা পকেটে স্থানান্তর। পরে পকেট কেটে মুষ্টিমেও ব্যক্তির পকেটে ঢোকানো। এতে জনগণ কতটুকু সেবা পেল কিম্বা দেশে কোন ধরনের কতটুক উন্নয়ন ঘটলো,সে উন্নয়নগুলো ভবিষ্যতের জন্য কতটুকু স্থিতিশীল কিম্বা জনগনের জন্য আদৌ মঙ্গলজনক কিনা? এগুলো ভাববার কোন অবকাশ নেই। ধারাবাহিক ভাবে ক্ষমতায় আসীন ব্যক্তিদের স্বপ্ন বাস্তবায়নের উন্নয়নের সাথে জনগনের স্বপ্নের আদৌও কি কোন মিল ছিল? এখনও আছে কি? প্রশ্ন আছে উত্তর নেই।

মুক্তিযোদ্ধা আবুল বাশার
প্রধান সম্পাদক, শাহজাদপুর সংবাদ ডটকম
তারিখ-১৬ জুন,২০১৯ খ্রীষ্টাব্দ,
রবিবার, ২ আষাঢ়, ১৪২৬ বঙ্গাব্দ।

বাংলাদেশ স্বাধীন হবার পর একজন মুক্তিযোদ্ধা হিসেবে নিজের উপলোব্ধি বোধ থেকে যা দেখছি, আমাদের দেশের বাজেট হলো উন্নয়ন ও সেবার নামে বিভিন্ন খাতে বাৎসরিক অর্থ বরাদ্দগুলো নানা পকেটে স্থানান্তর। পরে পকেট কেটে মুষ্টিমেও ব্যক্তির পকেটে ঢোকানো। এতে জনগণ কতটুকু সেবা পেল কিম্বা দেশে কোন ধরনের কতটুক উন্নয়ন ঘটলো,সে উন্নয়নগুলো ভবিষ্যতের জন্য কতটুকু স্থিতিশীল কিম্বা জনগনের জন্য আদৌ মঙ্গলজনক কিনা? এগুলো ভাববার কোন অবকাশ নেই। ধারাবাহিক ভাবে ক্ষমতায় আসীন ব্যক্তিদের স্বপ্ন বাস্তবায়নের উন্নয়নের সাথে জনগনের স্বপ্নের আদৌও কি কোন মিল ছিল? এখনও আছে কি? প্রশ্ন আছে উত্তর নেই। মুক্তিযোদ্ধা আবুল বাশার প্রধান সম্পাদক, শাহজাদপুর সংবাদ ডটকম তারিখ-১৬ জুন,২০১৯ খ্রীষ্টাব্দ, রবিবার, ২ আষাঢ়, ১৪২৬ বঙ্গাব্দ।