নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ্ঠানমালার আয়োজন করে। শহীদ মিনারে শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, খেলাধুলা, পুরস্কার বিতরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস পালন করে। এছাড়াও হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং দেশবাসীর জন্য বিশেষ মুনাজাত করা হয়।