শাহজাদপুরে খাজা ইউনুস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৩'শ কম্বল বিতরন

নিজস্ব প্রতিবেদক : উপমহাদেশের প্রখ্যাত ধর্মীয় নেতা, ওলিয়ে কামেলের নামানুসারে মানব সেবায় প্রতিষ্ঠিত অলাভজনক চিকিৎসা, শিক্ষা সেবা প্রতিষ্ঠান খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী সংগঠন ‘খাজা ইউনুস আলী ফাউন্ডেশন’ এর উদ্যোগে সিরাজগঞ্জের শাহজাদপুরের অসহায় দরীদ্র শীতার্ত মানুষের মাঝে ৩'শ কম্বল বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শাহজাদপুর পৌর এলাকার বিসিক বাসষ্ট্যান্ড সংলগ্ন পিপিডি কার্যালয়ে দুস্থ্যদের মাঝে কম্বল বিতরনকালে মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ মাহবুব আলম, সিনিয়র প্রভাষক ডাঃ রাইসুল ইসলাম, হাসপাতালের স্টোর ইনভেন্টরী ম্যানেজার সাব্বির আহমেদ, মার্কেটিং রিসার্স অফিসার শহিদুল ইসলাম, জাকির হোসেন উপস্থিত ছিলেন। এ সময় মেডিকেল কলেজের মেধাবী ছাত্র-ছাত্রীরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িদ্ব পালন করেন।
কম্বল নিতে আসা নলুয়া গ্রামের বৃদ্ধ শাহাদত হোসেন ও বৃদ্ধা বাহাতন বেওয়া জানান, ‌‌আমাগোরে বিপদের সময় খাজা ইউনুস আলী আসপাতাল যেবা অল্প টেহায় চিকিৎসা দেয়। আবার এই ঠান্ডায় হ্যাগোরে ফাউন্ডেশন থিকা আঙ্গরে এহেনে আইস্যা কম্বল দিয়া গ্যালো। আমরা হ্যাগোরে নিগা ম্যালা দোয়া করি। হেরা যে

নিজস্ব প্রতিবেদক : উপমহাদেশের প্রখ্যাত ধর্মীয় নেতা, ওলিয়ে কামেলের নামানুসারে মানব সেবায় প্রতিষ্ঠিত অলাভজনক চিকিৎসা, শিক্ষা সেবা প্রতিষ্ঠান খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী সংগঠন ‘খাজা ইউনুস আলী ফাউন্ডেশন’ এর উদ্যোগে সিরাজগঞ্জের শাহজাদপুরের অসহায় দরীদ্র শীতার্ত মানুষের মাঝে ৩'শ কম্বল বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শাহজাদপুর পৌর এলাকার বিসিক বাসষ্ট্যান্ড সংলগ্ন পিপিডি কার্যালয়ে দুস্থ্যদের মাঝে কম্বল বিতরনকালে মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ মাহবুব আলম, সিনিয়র প্রভাষক ডাঃ রাইসুল ইসলাম, হাসপাতালের স্টোর ইনভেন্টরী ম্যানেজার সাব্বির আহমেদ, মার্কেটিং রিসার্স অফিসার শহিদুল ইসলাম, জাকির হোসেন উপস্থিত ছিলেন। এ সময় মেডিকেল কলেজের মেধাবী ছাত্র-ছাত্রীরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িদ্ব পালন করেন। কম্বল নিতে আসা নলুয়া গ্রামের বৃদ্ধ শাহাদত হোসেন ও বৃদ্ধা বাহাতন বেওয়া জানান, ‌‌আমাগোরে বিপদের সময় খাজা ইউনুস আলী আসপাতাল যেবা অল্প টেহায় চিকিৎসা দেয়। আবার এই ঠান্ডায় হ্যাগোরে ফাউন্ডেশন থিকা আঙ্গরে এহেনে আইস্যা কম্বল দিয়া গ্যালো। আমরা হ্যাগোরে নিগা ম্যালা দোয়া করি। হেরা যেনো আরো মানুষের নিগা সেবা করবার পারে।