শামছুর রহমান শিশির: শাহজাদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দু’দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শাহজাদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও মুজিববর্ষ পালিত হয়েছে। আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিববর্ষ উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভযাত্রাটি শাহজাদপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাসিবুর রহমান স্বপন এমপি। আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত প্রমুখ। আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’ শীর্ষক আলোচনা সভা, বিকেল ৩টায় চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রজেক্টরের মাধ্যমে ভিডিও চিত্র প্রদর্শন ও রাতে আতশবাজি ফোটানো হয়।