আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : শাহজাদপুরের ইউনিয়ন পর্যায়ে করোনা প্রতিরোধে গত কয়েকদিন ধরে জনসচেতনতামূলক প্রচার প্রচারণা চালানোর পাশাপাশি কায়েমপুর ইউনিয়নের গ্রামে গ্রামে পথে প্রান্তরে সর্বসাধারণের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক ও বিদেশি হ্যান্ড গোল্ভস বিতরণ করে চলেছেন কায়েমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এস এম হাসেবুল হক হাসান। ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি ঘুরে এসব উপকরণ বিতরণের পাশাপাশি তিনি সরকারি নির্দেশনা মেনে চলতে ও বিশেষ প্রয়োজনে বাড়ির বাহিরে বের হবার ক্ষেত্রে সামাজিক দুরত্ব (এক জন থেকে আরেকজনের দুরত্ব কমপক্ষে ৩ ফুট) বজায় রেখে চলাচল করতে পরামর্শ দিয়ে যাচ্ছেন। সেই সাথে বিদেশ ও ঢাকা ফেরৎ এলাকাবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখতে এলাকাবাসীকে সচেতন করছেন এবং নিয়মিত তদারকী করছেন। এ বিষয়ে কায়েমপুর ইউপি চেয়ারম্যান হাসেবুল হক হাসান বলেন, ‘দেশের এই ক্রান্তিকালে ঘরে বসে থাকার সুযোগ নেই। জনসচেতনা বৃদ্ধি করতে ইতিপূর্বে প্রচার প্রচারণা করা হয়েছে। এখন করোনা ভাইরাস প্রতিরোধে সহায়ক বিভিন্ন উপকরণ বিতরণ করছি। হোম কোয়ারেন্টাইন বাস্তবায়নে ইউনিয়নবাসীকে সর্বদা সজাগ থাকার অনুরোধ জানাচ্ছি।’