সিরাজগঞ্জে ত্রাণ আত্মসাতের দায়ে তিন ইউপি সদস্য বরখাস্ত

সরকারি চাল আত্মসাৎ ও বিতরণে অনিয়মের দায়ে সিরাজগঞ্জের তিন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে তিন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।


বরখাস্তকৃতরা হলো- চৌহালীর খাসকাউলিয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম, সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সদস্য আল-আমিন চৌধুরী ও একই ইউনিয়নের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য মোছা. আছিয়া খাতুন।

সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ জানান, জনস্বার্থের পরিপন্থী কাজ করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারায় অভিযুক্তদের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।